নওদা, 3 ডিসেম্বর: বেসরকারি আবাসিক মিশনে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে । স্কুল কর্তৃপক্ষের দাবি, হস্টেলের ঘরে আত্মঘাতী হয়েছে অষ্টম শ্রেণির ওই ছাত্রী । মিলেছে একটি নোট ৷ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
যদিও মৃতের পরিবারের দাবি, তাঁদের খবর দেওয়ার আগে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয় । মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ছাত্রীর পরিবার । এই ঘটনায় উত্তেজিত মৃতের পরিবার স্কুলে চড়াও হয়ে প্রধান শিক্ষক তথা জমিদাতা সাহিন মণ্ডলকে বেধড়ক মারধর করে বলে অভিযোগে । এছাড়াও তিনজনকে তুলে নিয়ে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে মৃত ছাত্রীর পরিবারের বিরুদ্ধে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরুর পাশাপাশি তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে নওদা থানা ৷
স্কুল কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় আমতলার ওই আবাসিক স্কুলে । বর্তমানে 414 জন পড়ুয়া রয়েছে। মৃত ছাত্রী যে ঘরে থাকত সেই ঘরে আরও 12 জন ছাত্রী থাকত । সকাল ন'টা নাগাদ সকলে স্নান করতে যায় । সাড়ে ন'টা নাগাদ এক ছাত্রী এসে দেখে ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে । বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীকে উদ্ধার করে আমতলার এক নার্সিংহোমে নিয়ে আসে ।