পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার - SUKANTA MAJUMDAR IN RFC

রামোজি ফিল্ম সিটিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷ ঘুরে দেখলেন দর্শনীয় স্থান ৷

SUKANTA MAJUMDAR IN RFC
সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 17 hours ago

Updated : 16 hours ago

হায়দরাবাদ, 9 জানুয়ারি: রামোজি ফিল্ম সিটিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কোয়েল মজুমদার এবং দুই মেয়ে সৃজা (বড়) ও শ্রীময়ী (ছোট) ৷ স্ত্রী ও সন্তানদের নিয়ে ফিল্ম সিটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি ৷

কেন্দ্রের শিক্ষা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ তিনি অবশ্য তাঁর এই সফর নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে জানা গিয়েছে, পারিবারিক ভ্রমণের অংশই ছিল তাঁর এই রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখা ৷

সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

তবে সুকান্ত মজুমদার তো শুধু কেন্দ্রীয় মন্ত্রী নন, তিনি দু’বারের সাংসদ ৷ বালুরঘাট লোকসভা আসন থেকে 2019 ও 2024, পর পর দু’বার জয়ী হয়েছেন তিনি ৷ পাশাপাশি তিনি এখন পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি ৷ তিনি এখন হেভিওয়েট রাজনীতিবিদ ৷ সেই কারণেই রামোজি ফিল্ম সিটিতে তাঁর এই সফর ঘিরে আগ্রহ তৈরি হয়েছে ৷ তিনি কোথায় কোথায় ঘুরলেন, কী কী দেখলেন, তা জানতেই তৈরি হয়েছে আগ্রহ ৷

সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

জানা গিয়েছে, তিনি রামোজি ফিল্ম সিটির বার্ডস পার্ক, লন্ডন স্ট্রিট, হাওয়া মহল, ইউরেকা, ফান্ডাস্থানে যান ৷ তাঁর পরিবারের সদস্যরা রামোজি মুভি ম্যাজিক দেখেন ৷

সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, রামোজি ফিল্ম সিটি-তে বছরভর বিভিন্ন শুটিং যেমন হয়, তেমন এটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্রও ৷ সারা বছরই দেশ বিদেশের বহু মানুষ ভিড় জমান এখানে ৷ বিভিন্ন জনপ্রিয় সিনেমার শুটিংস্পট দেখতে যেমন ভিড় জমে পর্যটকদের, তেমনই সেখানে থাকা আরও একাধিক দর্শনীয় স্থানও দেখেন ঘুরতে আসা মানুষ ৷

সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

সেভাবেই সুকান্ত মজুমদার গিয়েছিলেন ৷ জানা গিয়েছে, একেবারে সাধারণ দর্শকদের মতোই তিনি ঘুরে দেখেছেন রামোজি ফিল্ম সিটির বিভিন্ন এলাকা ৷

Last Updated : 16 hours ago

ABOUT THE AUTHOR

...view details