পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুষ্ঠু ভোট হলে 3 আসনে জিতবে বিজেপি, উপনির্বাচন নিয়ে বড় দাবি সুকান্তর - SUKANTA MAJUMDER ON BYE POLLS

সুষ্ঠুভাবে ভোট হলে উপনির্বাচনে অন্তত তিনটি আসন জেতার দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি জন বার্লার দল ছাডার জল্পনা নিয়েও মন্তব্য করলেন সুকান্ত।

SUKANTA MAJUMDER ON BYE POLLS
3 আসন জেতার দাবি সুকান্তর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 3:55 PM IST

শিলিগুড়ি, 8 অক্টোবর: বিধানসভা উপনির্বাচন নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সবঠিক থাকলে এবং সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আগামী উপনির্বাচনে অন্তত তিনটে আসনে জয় পাবে বিজেপি।

শুক্রবার সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই জানান রাজ্য বিজেপির এই সভাপতি। এরপর থেকে সড়কপথে মাদারিহাটের উদ্দেশে রওনা দেন। 13 নভেম্বর ওই আসন-সহ রাজ্যের মোট 6টি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন রয়েছে।

3 আসনে জেতার দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (ইটিভি ভারত)

এদিন বিমানবন্দর থেকে নির্বাচনের প্রচারের উদ্দশে রওনা দেন সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, "রাজ্য সরকার গত নির্বাচনে যে ভূমিকা নিয়েছিল এবার যদি তা না নেয় তবে মাদারিহাট আসন অবশ্যই জিতব। আর এখনই ভবিষ্যতবাণী করে যাচ্ছি যে 2026 সালেও বিজেপি মাদারিহাট আসনটি বিপুল ভোটে জিতবে।" এররপরই তিনি জানান, প্রশাসন যদি নিরপক্ষে ভূমিকা পালন করে তাহলে উপনির্বাচনে অন্তত তিনটি আসনে বিজেপি জিতবে।

একই সঙ্গে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার প্রসঙ্গেও মুখ খুলেছেন রাজ্য বিজেপি সভাপতি। গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসন থেকে জন বার্লাকে টিকিট দেয়নি গেরুয়া শিবির। এরপরই একাধিকবার দলের বিরুদ্ধে মন্তব্যও করেছেন জন বার্লা। লোকসভা নির্বাচনে তাঁর জায়গায় মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞাকে প্রার্থী করে বিজেপি ৷ তিনি জয়ীও হয়েছেন। এরপর থেকেই দলের সঙ্গে দুরত্ব বাড়াতে শুরু করেন জন বার্লা।

এরই মাঝে তৃণমূল কংগ্রেসের দুই নেতা জন বার্লার সঙ্গে তাঁর বাড়িতেও দেখা করতে গিয়েছিলেন। এর জেরেই নতুন করে জন বার্লার দলবদলের বিতর্ক শুরু হয়। আর এদিন বাগডোগরায় সুকান্ত মজুমদার বলেন, "বিজেপির ভোট বিজেপির প্রতীকের সঙ্গে থাকে। কোনও মুখের সঙ্গে থাকে না। বিজেপি এমন দল যে তার সভাপতিকে তাড়িয়ে দিয়েও ভোট জিততে পারে। আর জন বার্লার বিষয় বলতে পারি, আমি তাঁর সঙ্গে দেখা করেছি। তিনি বিজেপিতেই ছিলেন। আর আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাদের দলের সঙ্গেই থাকবেন।"

ABOUT THE AUTHOR

...view details