কলকাতা, 27 অক্টোবর: বঙ্গে বিজেপির জন্য এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, "বাংলায় বিজেপির সদস্য সংখ্যা 1 কোটি পেরিয়ে গেলে, তৃণমূলের কী হবে ? মমতাদিদি আপনি এবার সেটা ভেবে দেখুন ৷"
এদিন তিনি সাফ বুঝিয়ে দিলেন, 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ভালো ফল না করলেও আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল, সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে জোরদার প্রস্তুতি নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি ৷ তারই সূচনা হল এই 'সদস্যতা অভিযান' কর্মসূচির মধ্যে দিয়েই ৷
বাংলা থেকে এক কোটি সদস্য সংগ্রহ মাত্রা পূরণ করার দ্বায়িত্ব দিয়ে গেলেন অমিত শাহ। রবিবার সল্টলেকের ইজেডসিসিতে পশ্চিমবঙ্গে "সদস্যতা অভিযান" কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বলেন, "দলের কাজ দেখে দলের সদ্য হন ৷ দলের কাজ দেখে তারপর সিদ্ধান্ত নিন ৷"
এদিন রাজ্যের গরুপাচার, কয়লা পাচার, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি-সহ একাধিক দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন করেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ৷ তিনি বলেন, "কমিউনিস্ট ও মমতার আতঙ্ক থেকে বাংলাকে রক্ষা করতে হবে ৷ তার একমাত্র রাস্তা 2026 সালে বিজেপির সরকার গঠন ৷ রাষ্ট্রীয় সঙ্গীতের জায়গায় বাংলা থেকে বোমার আওয়াজ শোনা যায় ৷ কয়লা চোর, চাকরিতে দুর্নীতি, স্বাস্থ্য খাতে দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেটের দুর্নীতি- এই সবকিছু থেকে বাংলাকে রেহাই দিতে হলে বিজেপির এক কোটি সদস্য করতে হবে ৷"
আরজি কর-সন্দেশখালি নিয়ে সরব