কলকাতা, 23 জুলাই: মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন। তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার সুর শোনা গিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের গলায় ৷ তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের শাসকদলের উলটো কথাই বলছেন। তৃণমূল নেতাদের দাবি, বাংলার সঙ্গে প্রতারণা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস বলছেন, "বাংলার ডুবন্ত অর্থনীতিকে বাঁচাতে কেন্দ্রীয় বাজেট লাইফবোটের মতো কাজ করবে।"
মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেছেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেট সাধারণ মানুষের স্বার্থরক্ষা করবে। গরিবের স্বার্থরক্ষা করবে। তরুণ প্রজন্মের স্বার্থরক্ষা করবে এই বাজেট। বাংলার জন্য এই বাজেট রীতিমতো গোল্ডেন অপরচুনিটি। বাংলায় স্টার্টআপ গড়ে তোলার উপযোগী বাজেট। বাংলা-সহ দেশের অন্য অংশের জন্য কৃষি উপযোগী বাজেটও বটে।" রাজ্যপালের দাবি, এই বাজেট কৃষিকাজে শিল্প বিপ্লব ঘটাবে। বাংলার ডুবন্ত অর্থনীতিকে বাঁচাতে কেন্দ্রীয় বাজেট লাইফবোটের কাজ করবে বলেও মন্তব্য করেন আনন্দ বোস।