দুর্গাপুর, 3 ফেব্রুয়ারি: সেচের জন্য কাটা খাল থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ ৷ যা ঘিরে সরস্বতী পুজোর সকালেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাঁকসায়। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ ৷
জানা গিয়েছে, কাঁকসা থানা এলাকার পলাশডাঙায় ডিভিসি'র সেচের জন্য কাটা খালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ পৌঁছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক 40 বছরের কাছাকাছি। ওই ব্যক্তির পরণে একটি কালো জ্যাকেট এবং কালো প্যান্ট ছিল বলেও জানা গিয়েছে ৷ তবে কী কারণে মৃত্যু এবং এই ব্যক্তি কোথাকার বাসিন্দা, তা নিয়েই ধন্দ্বে পুলিশ ৷ কাঁকসা থানা তদন্ত শুরু করেছে।