কলকাতা, 24 জুন: রাজভবনে নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷ আগামী 26 তারিখ রাজভবনে এই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ৷ যদিও ওইদিন সেখানে যাবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী তথা বরানগরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি রাজভবনের আমন্ত্রণপত্র পেয়েছি । কিন্তু 26 তারিখে রাজভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকব না ।"
অন্যদিকে ভগবানগোলার নবনির্বাচিত তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন ইটিভি ভারতকে জানান, তাঁর কাছে শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্রই আসেনি ৷ তিনি বলেন,"সংবাদমাধ্যম থেকে জেনেছি যে 26 তারিখ রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও আমন্ত্রণপত্র বা ইমেল এসে পৌঁছয়নি । ফলে 26 তারিখের কর্মসূচি নিয়ে কিছু বলার নেই । তবে বিধানসভার গরিমা এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দল যে সিদ্ধান্ত গ্রহণ করতে বলবে সেদিকেই এগব । আরও বিস্তারিত জানতে সোমবার বিধানসভা এবং দলীয় উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করব ।"
এবারের লোকসভা নির্বাচনের মাঝেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়েছে । দুই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছেন । গত 4 জুন ভোটের ফল প্রকাশে বরানগর বিধানসভা কেন্দ্রে থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন । 20 দিন পেরিয়ে গেলেও আজও তাঁদের শপথ গ্রহণ হয়নি, যা নিয়ে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আগেই সরব হয়েছেন ।