বাঁকুড়া, 19 নভেম্বর: এক বছর হল বাবাকে হারিয়েছে ৷ বাবার মৃত্যুর বছর ঘুরতে না ঘুরতেই এক মাস হল মায়েরও মৃত্যু হয়েছে ৷ এই অবস্থায় কার্যত অসহায় হয়ে দিন কাটাচ্ছে মৃত দম্পতির নাবালক ছেলে ও মেয়ে ৷ নেই আধার কার্ড ৷ স্কুলে ভর্তির ব্যবস্থাও করেনি কেউ ৷ এই অবস্থায় অনাথ দুই শিশুর দিন কাটছে জরাজীর্ণ মাটির বাড়িতে ৷ রাজ্যের বর্তমান সরকার যেখানে বারংবার দাবি করছেন, প্রয়োজন অনুযায়ী দেওয়া হবে আবাস যোজনার বাড়ি, মিলবে সরকারি সমস্ত সুযোগ-সুবিধা ৷ সেখানে বাঁকুড়ার গ্রামে বঞ্চিত এই দুই অনাথ শিশু ৷
প্রসঙ্গত, বাঁকুড়া 1 নম্বর ব্লকের অন্তর্গত ভাগাবাঁধ গ্রাম । সেখানেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস ছিল বিদ্যুৎ ঘোষ এবং অঞ্জু ঘোষ নামের দম্পতির ৷ এক বছরের মধ্যেই দম্পতির মৃত্যুতে বাবা-মা দু'জনকে হারিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়েছে তাঁদের দুই নাবালক ছেলে-মেয়ে ৷ গ্রামের এক চিলতে মাটির বাড়িতে কোনও রকমে দিন কাটছে তাদের ৷
সরকারি সুবিধা ছাড়া ভাঙা ঘরে দিন গুজরান অনাথ ভাইবোনের (ইটিভি ভারত) প্রতিবেশীদের বক্তব্য, আবাস যোজনার তালিকায় নাম এসেছিল তাদের ৷ কিন্তু, তার বাস্তবায়ন এখনও হয়নি । তাঁরা আরও জানান, বাবা-মা হারা এই দুটি বাচ্চার মুখের দিকে তাকানো যায় না ৷ তাদের আধার কার্ড নেই ৷ সেই কারণে কোনও সুযোগ-সুবিধাও পায় না ওরা ৷ সরকার যদি এদের কোনও ব্যবস্থা করে, তাহলে খুব ভালো হয় ৷
বিষয়টি নিয়ে বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুলে জানান, বাচ্চাগুলির কথা তিনি শুনেছেন । তারা যদি পঞ্চায়েতে এসে নিজেদের প্রয়োজন জানায় তাহলে সরকারি ভাবে যতটুকু সাহায্যের প্রয়োজন সবটা করা হবে ৷ ডিসেম্বর মাসে আবাসের টাকা ঢোকার কথা আছে, ওদের নাম আছে যখন, ওরাও পাবে ।
বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বক্তব্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেহেতু ওদের নাম আছে সেহেতু সরকারের কাছে অনুরোধ করব বাচ্চা দুটোর ভবিষ্যতের কথা চিন্তা করে যেন সরকার তাদের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করে । ওদের প্রয়োয়জনীয় ব্যবস্থা করে ৷