কলকাতা, 11 ডিসেম্বর: পৃথক কোচবিহার বা গ্রেটার কোচবিহারের দাবিতে আবারও আন্দোলন শুরু করেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ৷ সেই আন্দোলনকে প্রচারে থাকার চেষ্টা বলে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ৷ সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, রাজ্য সরকার কখনওই এমন দাবিকে উৎসাহ দেবে না ৷
2016 সালের পর আবারও পৃথক কোচবিহার রাজ্য এবং পশ্চিমবঙ্গ থেকে কোচবিহার জেলাকে আলাদা করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ৷ গতবার প্রায় 80 ঘণ্টা উত্তরবঙ্গে রেল রোকো কর্মসূচি পালন করেছিল গ্রেটার নেতৃত্ব ৷ এবারেও তেমনই হুঁশিয়ারি দিয়েছিলেন গ্রেটার নেতা বংশীবদন বর্মন ৷ সেই মতো আজ সকাল থেকে বাংলা-অসম সীমানার জোরাই স্টেশনে রেল রোকো শুরু হয় ৷
প্রচারের আলোয় থাকতে রেল রোকো বলে কটাক্ষ উদয়ন গুহর ৷ (ইটিভি ভারত) এই রেল রোকো নিয়েই বুধবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনকে নিশানা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ৷ তিনি বলেন, "কোনও বংশীবদন আর তাঁর ভাগ্নে মদন রেল রোকো ডাকল, তাতে কী এসে যায় ৷ এ সবই হল প্রচারে আসার বাহানা ৷ অনেকদিন প্রচারে নেই ৷ তাই এ সব করে প্রচারে আসতে চাইছে ৷ আর অবরোধটা করেছে রেলে ৷ রেল সিদ্ধান্ত নেবে কী করবে ৷ রাজ্য প্রশাসনের সাহায্য চাইলে, করা হবে ৷"
আর গ্রেটার কোচবিহারের দাবি প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল আগেই জানিয়ে দিয়েছে, কোনও রাজ্য ভাগ হবে না ৷ সেটাই আবারও বলছি, আমরা কোনও রাজ্য ভাগ সমর্থন করি না ৷" তবে, এই মুহূর্তে পিছু হটেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব ৷ রেল রোকো কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আধিকারিকরা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন ৷
বৈঠক শেষে গ্রেটার নেতৃত্ব জানিয়েছে, তাঁদের দাবি-দাওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ সেই আশ্বাসে তাঁরা রেল রোকো কর্মসূচি প্রত্যাহার করেছে ৷ নিজেদের দাবিগুলি নিয়ে একটি স্মারকলিপিও রেলের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তবে, দাবিগুলিকে গুরুত্ব দেওয়া না-হলে আবারও আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ৷