পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তপ্ত ভেটাগুড়ি ! মন্ত্রী উদয়নকে ঘিরে ধরে বিক্ষোভ মহিলাদের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Udayan Guha in Vetaguri: দেশজুড়ে প্রথম দফার নির্বাচনে বঙ্গের কোচবিহার জেলা বারবার উত্তপ্ত হয়ে উঠছে ৷ শুক্রবার দুপুর নাগাদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পড়লেন বিক্ষোভের মুখে ৷ দিনহাটার ভেটাগুড়ি এলাকার মহিলারা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ৷

Udayan Guha in Vetaguri
Udayan Guha in Vetaguri

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 5:01 PM IST

Updated : Apr 19, 2024, 5:31 PM IST

Udayan Guha in Vetaguri

দিনহাটা, 19 এপ্রিল: লোকসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকেই অশান্ত হয়েছে কোচবিহার ৷ পাশাপাশি জলপাইগুড়িতেও বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি তৃণমূল সমর্থকদের সঙ্গে ধস্তাস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ৷ এরই মাঝে দিনহাটার ভেটাগুড়ি উত্তরপাড়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। এলাকার বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ দেখান ৷

যদিও উদয়নের দাবি, এটা সাজানো নাটক। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। সূত্রের খবর, শুক্রবার ভোটপর্বের মাঝে ভেটাগুড়ির পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ কিন্তু, তিনি এলাকায় পৌঁছতে না পৌঁছতেই তাঁর সঙ্গে বচসায় জড়ান গ্রামের স্থানীয় মহিলারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী অনন্ত বর্মনকে পুলিশ এদিন তুলে নিয়ে যায় ৷ তিনি নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৷ তাই তাকে গ্রেফতার করা হয়েছে ৷

এঘটনার প্রতিবাদেই এদিন উদয়নকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা ৷ শুক্রবার বুথ পরিদর্শনের যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন মমতার মন্ত্রী ৷ মন্ত্রী দাবি করেন, অনন্ত বর্মন দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৷ ওকে আজ ধরে নিয়ে গিয়েছে পুলিশ ৷ এখন সেটাই ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ আপনি তো এঁদেরও জনপ্রতিনিধি তাও আপনাকে ঘিরে ধরে বিক্ষোভ কেন? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে মন্ত্রীর জবাব, "ওরা তো ওয়ান সাইডেড ৷ বিজেপির পক্ষের লোক ৷ আমি কোনও অশান্তি পাকায়নি ৷ সকাল থেকে এখানেই বসে আছি ৷"

স্থানীয়দের দাবি, উদয়ন গুহের নির্দেশের কারণেই বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী নিরঞ্জন বর্মনকে গ্রেফতার করা হয়েছে। তিনি মানসিক ভাবে অসুস্থ ৷" পরবর্তীকালে অবশ্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আরও পড়ুন:

  1. উদয়নের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলে কমিশনকে আরও সক্রিয় হওয়ার 'পরামর্শ' নিশীথের
  2. ভোটের দিন এলাকার বাইরে যেতে পারবেন না মন্ত্রী উদয়ন, কড়া নির্দেশ কমিশনের
  3. ভোটের দিন উদয়ন গুহের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনে চিঠি নিশীথের
Last Updated : Apr 19, 2024, 5:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details