দিনহাটা, 19 এপ্রিল: লোকসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকেই অশান্ত হয়েছে কোচবিহার ৷ পাশাপাশি জলপাইগুড়িতেও বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি তৃণমূল সমর্থকদের সঙ্গে ধস্তাস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ৷ এরই মাঝে দিনহাটার ভেটাগুড়ি উত্তরপাড়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। এলাকার বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ দেখান ৷
যদিও উদয়নের দাবি, এটা সাজানো নাটক। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। সূত্রের খবর, শুক্রবার ভোটপর্বের মাঝে ভেটাগুড়ির পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ কিন্তু, তিনি এলাকায় পৌঁছতে না পৌঁছতেই তাঁর সঙ্গে বচসায় জড়ান গ্রামের স্থানীয় মহিলারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী অনন্ত বর্মনকে পুলিশ এদিন তুলে নিয়ে যায় ৷ তিনি নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৷ তাই তাকে গ্রেফতার করা হয়েছে ৷
এঘটনার প্রতিবাদেই এদিন উদয়নকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা ৷ শুক্রবার বুথ পরিদর্শনের যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন মমতার মন্ত্রী ৷ মন্ত্রী দাবি করেন, অনন্ত বর্মন দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৷ ওকে আজ ধরে নিয়ে গিয়েছে পুলিশ ৷ এখন সেটাই ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ আপনি তো এঁদেরও জনপ্রতিনিধি তাও আপনাকে ঘিরে ধরে বিক্ষোভ কেন? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে মন্ত্রীর জবাব, "ওরা তো ওয়ান সাইডেড ৷ বিজেপির পক্ষের লোক ৷ আমি কোনও অশান্তি পাকায়নি ৷ সকাল থেকে এখানেই বসে আছি ৷"
স্থানীয়দের দাবি, উদয়ন গুহের নির্দেশের কারণেই বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী নিরঞ্জন বর্মনকে গ্রেফতার করা হয়েছে। তিনি মানসিক ভাবে অসুস্থ ৷" পরবর্তীকালে অবশ্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আরও পড়ুন:
- উদয়নের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলে কমিশনকে আরও সক্রিয় হওয়ার 'পরামর্শ' নিশীথের
- ভোটের দিন এলাকার বাইরে যেতে পারবেন না মন্ত্রী উদয়ন, কড়া নির্দেশ কমিশনের
- ভোটের দিন উদয়ন গুহের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনে চিঠি নিশীথের