পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে নেমে আস্বাভাবিক মৃত্যু দুই শ্রমিকের - two workers died at Raiganj

Unnatural Death: পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয় রায়গঞ্জে ৷ একজন শ্রমিক প্রথমে কুয়ো পরিষ্কার করতে নামেন ৷ তিনি না ওঠায় আরেক জন শ্রমিক কুয়োয় নামেন ৷ পরে এলাকাবাসীরা তাঁদের উদ্ধার করেন ৷ কিন্তু তাঁদের মৃত্যু হয়েছে ৷

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 10:37 PM IST

labourers died while cleaning a well
রায়গঞ্জে কুয়ো পরিষ্কার করতে নেমে মৃত্যু দুই শ্রমিকের (ইটিভি ভারত)

রায়গঞ্জ, 9 জুলাই:শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ৷ বেশ কয়েকমাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কুয়োটি ৷ সেটিপরিষ্কার করতে নেমে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হেমতাবাদের দক্ষিণ বাড়ইবাড়ি এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ ৷

কুয়ো পরিষ্কার করতে নেমে মৃত্যু হল দুই শ্রমিকের (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই শ্রমিক বাদল বর্মন (40) এবং জগাই রায় (25) ৷ তাঁদের বাড়ি যথাক্রমে হেমতাবাদ থানার খাদমপুর গ্রামে এবং ডেহুচির হেমতাবাদের গ্রামে ৷ এদিন এই দুই শ্রমিক একটি কুয়ো পরিষ্কার করতে নামেন ৷ সেখানেই গুরুতর অসুস্থ হয়ে যান ৷ স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ দু'জনের দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয় ৷

স্থানীয় সূত্রে খবর, মাস দুই-তিন আগে কুয়োটি তৈরি হয়েছিল ৷ কিছু কাজ বাকি থাকলেও, সেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ৷ এদিন সকালে ওই শ্রমিকদের মধ্যে একজন প্রথমে কুয়োটি পরিষ্কার করতে নামে ৷ দীর্ঘক্ষণ কেটে গেলেও তিনি না ওঠায়, আরেক জন শ্রমিক তাঁকে উদ্ধার করতে কুয়োয় নামেন ৷ তিনিও কুয়ো থেকে না বেরনোয়, এলাকাবাসীদের সন্দেহ হয় ৷ তাঁরাই উদ্ধার কাজের উদ্যোগ নেন ৷ এলাকার বাসিন্দারা একটি দড়ি দিয়ে ওই দুই অসুস্থ শ্রমিককে উদ্ধার করেন ৷ তাঁদের হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷

ঘটনা প্রসঙ্গে এক গ্রামবাসী রবি তুল্লা সরকার বলেন, "রেজাউল করিমের বাড়িতে একটি কুয়ো তৈরি হচ্ছিল । সেই কুয়োটি পরিষ্কার করার জন্য তিন জন শ্রমিককে ডেকেছিলেন । প্রথমে একজন শ্রমিক পরিষ্কার করার জন্য নীচে নামতেই অসুস্থ হয়ে পড়েন, তাঁকে বাঁচানোর জন্য আরেকজন শ্রমিক নীচে নামলে তিনিও অসুস্থ পড়েন ৷ তড়িঘড়ি তাদের কুয়ার থেকে উদ্ধার করে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় ৷ সেখানে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷"

ABOUT THE AUTHOR

...view details