তমলুক,1 জুলাই: চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় উত্তাল যখন রাজ্য তখন তমলুকের একগ্রামে ধরা পড়ল সত্যিকারের চোর ৷ গয়না চুরি করার ঘটনায় অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা ৷ চলে গণধোলাই ৷ সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিশ্চিন্তবাসন গ্রামে ।
তমলুকে গণপিটুনির ঘটনা (নিজস্ব ভিডিয়ো) দিপালী বেরা বলেন, "এই দিন দুপুরে আমি ঘুমাচ্ছিলাম । তারপরে ভিক্ষা চাইতে আমার বাড়িতে তিনজন আসেন । দু'জন বাইরে দাঁড়িয়ে ছিলেন ৷ আমি তাঁদের সঙ্গে কথাও বলি ৷ সেই সময় কখন চোখকে ফাঁকি গিয়ে আর এক মহিলা ঘরে ঢুকে পড়েন ৷ আমার আলমারিতে চাবি লাগানোই থাকে ৷ এরপরেই আমার ছেলে ঘর থেকে এক মহিলাকে বেরিয়ে আসতে দেখে ৷ তখনই সন্দেহ হয় ৷ তাঁদের আটকে রেখে আলমারিতে সবকিছু ঠিকঠাক আছে কি না, দেখি ৷ তারপর নজরে আসে গয়নার ব্যাগ নেই ৷ এরপরেই তাঁদের আটকে রেখে আমি চিৎকার চেঁচামেচি শুরু করি।"
তিনি আরও বলেন, "আমার চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন ৷ সঙ্গে সঙ্গে তাঁদের ধরে ফেলে গাছের সঙ্গে বেঁধে ফেলা যায় ৷ এরপরেই তাঁদেরকে মারধর শুরু করেন সকলে ৷ এরপরেই তাঁরা স্বীকার করে নেন গয়নার ব্যাগ চুরি করেছেন ৷ কোথায় লুকিয়ে রেখেছেন সেটাও জানান ৷ এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁদের আটক করে নিয়ে যায় ৷"
অভিযোগ এই দিন দুপুরে দিপালী বেরা বাড়িতে একা ছিলেন। সেই সময় দুই মহিলা-সহ এক বাচ্চা, তাঁর বাড়িতে ভিক্ষে করতে আসেন। তারপরেই চুরির ঘটনাটি সামনে আসে ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে ৷ উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে বারাসত, হুগলির তারকেশ্বর, পাণ্ডুয়া, কলকাতা-সহ বেশ কিছু জায়গায় চোর সন্দেহে গণপিটুনির ঘটনা সামনে এসেছে ৷ আবার অনেক জায়গায় ছেলেধরা সন্দেহে মারধরের অভিযোগও এসেছে প্রকাশ্যে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি নড়েচড়ে বসেছে প্রশাসনও ৷ এই অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ধরা পড়েছে সত্যিকারের চোর ৷