পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বীরভূমে রাহুল, কংগ্রেস নেতার মেনুতে থাকছে সিউড়ির প্রসিদ্ধ আচার-মোরব্বা - রাহুল গান্ধি

Rahul Gandhi: ভারত জোড়ো ন্য়ায় যাত্রা নিয়ে বৃহস্পতিবার মুর্শিদাবাদে ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ শুক্রবার তিনি পৌঁছাবেন বীরভূমে ৷ তারাপীঠ থেকে তাঁর এই যাত্রা শুরু হবে ৷ ওই জেলায় মধ্যহ্নভোজের সময় রাহুলের মেনুতে থাকছে সিউড়ির প্রসিদ্ধ আচার ও মোরব্বা ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 8:04 PM IST

রামপুরহাট, 1 ফেব্রুয়ারি: বীরভূম সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধির পাতে থাকছে সিউড়ির প্রসিদ্ধ আচার ও মোরব্বা ৷ ইতিমধ্যেই সিউড়ির দাদুভাই দোকান থেকে কেনা হয়েছে শতমূলের মোরব্বা ৷ তারাপীঠ থেকে রাজগ্রাম পর্যন্ত প্রায় 55 কিলোমিটার 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' করবেন রাহুল গান্ধি ।

পশ্চিমবঙ্গের মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ প্রভৃতি জেলা সফর শেষে 2 ফেব্রুয়ারি বীরভূমে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধি । শক্তিপীঠ তারাপীঠ থেকে শুরু হবে তাঁর কর্মসূচি । তবে সর্বভারতীয় এই নেতার সফরে মধ্যাহ্নভোজনে সিউড়ির প্রসিদ্ধ মোরব্বা রাখছেন কংগ্রেস নেতৃত্ব ।

মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ বৃহস্পতিবার৷
মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ বৃহস্পতিবার৷

কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিলটন রসিদ জানান, রাহুল গান্ধির খাবারের তালিকায় সাদা ভাত, সবুজ স্যালাড, ভেজ ডাল, কড়াইসুঁটির কচুরি, ছোলার ডাল, মিক্সড ভেজ, দুই রকম দই, নলেন গুড়ের রসগোল্লা, গাজরের হালুয়া । এছাড়া থাকছে শতমূলের মোরব্বা ও সিউড়ির প্রসিদ্ধ আচার ৷ ইতিমধ্যেই সিউড়ির দাদুভাই দোকান থেকে রাহুল গান্ধি ও প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর জন্য কেনা হয়েছে আচার ও মোরব্বা ৷ রাহুল গান্ধির জন্য মোরব্বা ও আচার যাচ্ছে বলে খুশি দোকানদারও ৷

মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ বৃহস্পতিবার৷
রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল কংগ্রেস কর্মী-সমর্থকরা৷ বৃহস্পতিবার মুর্শিদাবাদে৷

বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিলটন রসিদ বলেন, "আমাদের জেলায় আসছেন জননেতা রাহুল গান্ধি ও অধীর চৌধুরী ৷ তাঁদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে । সিউড়ির প্রসিদ্ধ আচার ও মোরব্বা দেওয়া হবে তাঁদের পাতে ৷ আমরা খুশি যে ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচিতে বীরভূম জেলাকে রাখা হয়েছে ।"

সিউড়ির প্রসিদ্ধ মোরব্বা৷ শুক্রবার রাহুল গান্ধির মধ্যাহ্ন ভোজের মেনুতে থাকছে এই মিষ্টি৷

আরও পড়ুন:

  1. মাদ্রাসা পরীক্ষার কথা মাথায় রেখে মালদা জেলায় ন্যায় যাত্রা বন্ধ করলেন রাহুল গান্ধি
  2. মালদায় 'ভারত জোড়ো ন্যায় যাত্রা', বিচারবোধের লড়াইয়ে বাংলাবাসীকে সঙ্গ দেওয়ার ডাক রাহুলের
  3. সাইকেল চালিয়ে ন্যায় যাত্রায় প্রিয় নেতাকে অনুসরণ সত্তরোর্ধ্ব 'যুবকের'

ABOUT THE AUTHOR

...view details