কলকাতা, 22 জুলাই: বিধানসভায় নিট নিয়ে প্রস্তাব আনতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । একই সঙ্গে চলতি সপ্তাহেই ন্যায় সংহিতা নিয়েও প্রস্তাব নিয়ে আসা হবে রাজ্য বিধানসভায় । উভয় ক্ষেত্রেই 169 ধারায় প্রস্তাব নিয়ে আসা হচ্ছে ।
সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হয়েছে অধিবেশন ৷ ওই অধিবেশন নিয়ে এ দিন বিধানসভায় বিজনেস অ্য়াডডভাইজারি কমিটির বৈঠক হয় । সেই বৈঠকেই নিট ও ন্যায় সংহিতা নিয়ে প্রস্তাব পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বৈঠকে শেষে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়েছেন ৷
তিনি জানান, এবার বিধানসভা অধিবেশনে দু’টি গুরুত্বপূর্ণ প্রস্তাব আসতে চলেছে । এর একটি হল নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নিয়ে । মঙ্গলবার এই প্রস্তাব উত্থাপিত হলেও আগামী পরশুদিন (বুধবার) এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে । দু'ঘণ্টা এই বিষয়ে আলোচনা জন্য সময় দেওয়া হয়েছে ।