পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিট-ন্যায় সংহিতা নিয়ে প্রস্তাব পেশ হতে চলেছে বিধানসভায় - West Bengal Assembly - WEST BENGAL ASSEMBLY

West Bengal Assembly: সোমবার শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন ৷ এবারের অধিবেশনে দু’টি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ হতে চলেছে ৷ তার একটি নিট নিয়ে ৷ দ্বিতীয়টি ন্যায় সংহিতা নিয়ে ৷ সোমবার এই কথা জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

West Bengal Assembly
পশ্চিমবঙ্গ বিধানসভা (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 3:30 PM IST

Updated : Jul 22, 2024, 4:26 PM IST

কলকাতা, 22 জুলাই: বিধানসভায় নিট নিয়ে প্রস্তাব আনতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । একই সঙ্গে চলতি সপ্তাহেই ন্যায় সংহিতা নিয়েও প্রস্তাব নিয়ে আসা হবে রাজ্য বিধানসভায় । উভয় ক্ষেত্রেই 169 ধারায় প্রস্তাব নিয়ে আসা হচ্ছে ।

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য (ইটিভি ভারত)

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হয়েছে অধিবেশন ৷ ওই অধিবেশন নিয়ে এ দিন বিধানসভায় বিজনেস অ্য়াডডভাইজারি কমিটির বৈঠক হয় । সেই বৈঠকেই নিট ও ন্যায় সংহিতা নিয়ে প্রস্তাব পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বৈঠকে শেষে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়েছেন ৷

তিনি জানান, এবার বিধানসভা অধিবেশনে দু’টি গুরুত্বপূর্ণ প্রস্তাব আসতে চলেছে । এর একটি হল নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নিয়ে । মঙ্গলবার এই প্রস্তাব উত্থাপিত হলেও আগামী পরশুদিন (বুধবার) এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে । দু'ঘণ্টা এই বিষয়ে আলোচনা জন্য সময় দেওয়া হয়েছে ।

একই ভাবে আগামী শুক্রবার কেন্দ্রীয় সরকারের তিন ফৌজদারি আইন নিয়ে প্রস্তাব আসতে চলেছে বলে জানিয়েছেন অধ্যক্ষ । এই প্রস্তাবে শুক্রবার দেড় ঘন্টা আলোচনা হবে ৷ আগামী সোমবার এই নিয়ে আরও দেড় ঘণ্টা আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন ৷

প্রসঙ্গত মহারাষ্ট্র থেকে ফেরার পথে বিমানবন্দরে এই দুটি প্রস্তাব এবার বিধানসভায় আসতে চলেছে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মতোই এবার রাজ্য বিধানসভায় এই দু’টি প্রস্তাব আসতে চলেছে ।

এই দুই আলোচনার সঙ্গেই জড়িয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিষয় ৷ এই দুই ইস্যুতেই শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্র তথা বিজেপির সমালোচনায় সরব হবে ৷ অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপিও পালটা জবাব দেবে ৷ ফলে এই নিয়ে আলোচনার সময় বিধানসভার অন্দর উত্তপ্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে ৷

Last Updated : Jul 22, 2024, 4:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details