পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডিভিসি থেকে পদত্যাগ বাংলার প্রতিনিধিদের, তবে কি সম্পর্ক ছিন্নের পথেই রাজ্য - Damodar Valley Corporation - DAMODAR VALLEY CORPORATION

Damodar Valley Corporation: দামোদর ভ্যালি কর্পোরেশনের বোর্ড থেকে সরলেন রাজ্যের 2 প্রতিনিধি ৷ আইএএস শান্তনু বসু এবং সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার পদত্যাগ করেছেন ৷ এর ফলে প্রশ্ন উঠছে, তবে কি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্নের পথেই হাঁটছে রাজ্য !

Damodar Valley Corporation
ডিভিসি বোর্ড থেকে সরলেন রাজ্যের 2 প্রতিনিধি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 3:45 PM IST

Updated : Sep 22, 2024, 4:13 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর:বন্যা পরিস্থিতি নিয়ে চিঠি চালাচালির মাঝেই দামোদর ভ্যালি কর্পোরেশনের বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্যের দুই প্রতিনিধি । ডিভিসিতে রাজ্যের দুই প্রতিনিধি ছিলেন আইএএস শান্তনু বসু এবং সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার । দু'জনেই এদিন ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ করেছেন । ফলে ডিভিসির সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক এর মাধ্যমে একপ্রকার বিচ্ছিন্নই হল বলে মনে করা হচ্ছে ।

ডিভিসি বোর্ড থেকে রাজ্যের প্রতিনিধিদের পদত্যাগ (নিজস্ব ছবি)

দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে বানভাসি বাংলা । এমনটাই অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত চরমে । কেন্দ্র যখন বলছে জল ছাড়ার আগে রাজ্যকে জানিয়েই তা করা হয়েছে, তখন রাজ্যের অভিযোগ, বাংলাকে অন্ধকারে রেখে জল ছাড়া হয়েছে । শুধু জল ছাড়া নয়, রাজ্যের তরফ থেকে ডিভিসি'র সঙ্গে দরবার করার পরেও জল ছাড়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের দাবি, তার ফলে দক্ষিণবঙ্গের 8টি জেলা জলের তলায় ।

এই অবস্থায় রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । চিঠিতে দামোদর ভ্যালি কর্পোরেশনের ভূমিকার সমালোচনা করেছেন তিনি । এ দিন প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যের মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন,মাত্র সাড়ে 3 ঘণ্টার নোটিশে জল ছাড়া হয়েছে । সর্বোচ্চ 2.5 কিউসেক হারে জল ছেড়েছিল ডিভিসি । লাগাতার 9 ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলে ৷ আর তাতেই বন্যা পরিস্থিতি হয়েছে রাজ্যে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

ডিভিসি বোর্ড থেকে রাজ্যের প্রতিনিধিদের পদত্যাগ (নিজস্ব ছবি)

আগেই মুখ্যমন্ত্রী রাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতি নিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনকে দুষেছিলেন । তাঁর মূল অভিযোগ ছিল, যেভাবে রাজ্যকে উপেক্ষা করে জল ছাড়া হয়েছে তার কারণেই এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । যেহেতু রাজ্যের অনুরোধ না-রেখে দীর্ঘ সময় ধরে জল ছাড়া হয়েছে, সেখানে রাজ্যের অংশীদারিত্বের প্রয়োজন কী, এই প্রশ্ন তোলেন তিনি ৷ তারপরেই ডিভিসি বোর্ড থেকে রাজ্যের প্রতিনিধিদের বেরিয়ে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

Last Updated : Sep 22, 2024, 4:13 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details