পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ! আহত 2 - MURSHIDABAD BOMB BLAST

হঠাৎ তীব্র আওয়াজ ৷ চতুর্দিক ভরল ধোঁয়ায় ৷ মুর্শিদাবাদে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে আহত দু'জন ৷ ঘটনাস্থলে পুলিশ ৷

Murshidabad News
বোমা বাঁধতে গিয়ে আহত ব্যক্তি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 10:55 PM IST

মুর্শিদাবাদ, 3 জানুয়ারি: বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ । ঘটনায় গুরুতর আহত দু'জন । শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকার । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানার পুলিশ । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি বোমা । আহত দু'জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জনবসতিপূর্ণ এলাকায় বোমা বাঁধার ঘটনার প্রতিবাদে পথে নেমেছে এলাকার মানুষ । প্রতিবাদীরা বহরমপুর ভগবানগোলা রাজ্য সড়কের উপর নাকুড়তলায় টায়ার জ্বেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । যার জেরে সন্ধ্যাবেলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে রামকৃষ্ণপল্লী এলাকা ব্যাপক আওয়াজে কেঁপে ওঠে । কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক । ধোঁয়া বের হচ্ছিল ফরিদ শেখের বাড়ি থেকে । ওই বাড়িতেই বিস্ফোরণ ঘটে । গুরুতর আহত অবস্থায় ফরিদ শেখ ও অপর একজনকে উদ্ধার করে পুলিশ । স্থানীয়দের দাবি, ফরিদ শেখের বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল । সেই সময় কোনওভাবে তীব্র বিস্ফোরণ ঘটে । তাতেই ফরিদ-সহ দু'জন আহত হয় ।

দুর্ঘটনার পর চারজন ওই বাড়ি থেকে পালায় বলে দাবি স্থানীয়দের । পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা । পরে নাকুড়তলায় রাজ্য সড়ক অবরোধ করা হয় । টায়ার জ্বেলে রাস্তা অবরোধ করে রাখেন প্রতিবাদীরা । স্থানীয়দের দাবি, পুলিশের উদাসীনতার কারণেই দুষ্কৃতীরা ঘনবসতি এলাকায় বোমা বাঁধার সাহস পাচ্ছে । বড়সড় ঘটনা ঘটতে পারত । দোষীদের শাস্তি দেওয়া হোক ।

ABOUT THE AUTHOR

...view details