পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদয়ন-নিশীথ বাহিনীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 2, তদন্ত জারি - Two Arrested Dinhata Case

Two Arrested Dinhatar SDPO: দিনহাটা পাঁচমাথা মোড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অনুগামীদের মধ্যে গন্ডগোলের ঘটনায় আহত হয়েছিলেন দিনহাটার SDPO ।

Two Arrested Dinhatar SDPO News
উদয়ন গুহের ওপর হামলা ও দিনহাটার SDPO কে মারধোরের ঘটনায় গ্রেফতার দুই

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 9:42 AM IST

কোচবিহার, 21 মার্চ: নিশীথ ও উদয়ন দুই গোষ্ঠীর লড়াইয়ে কয়েকদিন আগেই উত্তপ্ত হয় ওঠে দিনহাটা । ঘটনায় এবার 2 জনকে গ্রেফতার করা হল দিনহাটা পাঁচমাথা মোড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অনুগামীদের মধ্যে গন্ডগোলের ঘটনায় আহত হয়েছিলেন দিনহাটার SDPO । ধৃত দুই জনের মধ্যে একজন এসডিপিও-র উপর হামলার ঘটনায় অভিযুক্ত ।

দিনহাটা থানার এসআই প্রবীর দত্তের অভি্যোগের ভিত্তিতে আলামিন শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে । তার বাড়ি দিনহাটার ওকরাবড়িতে । 19 মার্চ, দিনহাটা থানায় SDPO কে মারধোরের ঘটনার অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে 143, 186, 188, 353, 332, 333 ও 307 ধারায় মামলা রুজু করেছে । অন্যদিকে, ধৃত জনাব আলির বাড়ি দিনহাটা থানার ঝুড়িপাড়া এলালায় । তার বিরুদ্ধে 341, 323, 325, 379, 307, 506 ও 34 আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক-সহ 45 জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-সহ তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রানে মারার অভিযোগ দায়ের করা হয় দিনহাটা থানায় । তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, গত মঙ্গলবার রাতে গৌরিশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে মন্ত্রী উদয়ন গুহর জন্মদিনের অনুষ্ঠান চলছিল । এলাকাতেও ছিল উদযাপনের পরিবেশ । সেই সময়ই উদয়ন বাহিনীর উপর চাড়াও হয়ে নিশীথের লোকজন। ঘটনায় একাধিক তৃণমূল কর্মী জখম হয় বলে অভিযোগ । এমনকি বিক্ষোভে ফেটে পড়ে নিশীথের সঙ্গে মুখোমুখি বচসায় নামেন উদয়ন গুহ । দুই গোষ্ঠীর লড়াইয়ে দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের মাথা ফাটে ৷ এরপরইে উদয়ন ও তার বাহিনী প্রতিরোধ গড়ে তোলে ৷

মন্ত্রী উদয়ন গুহের সামনাসামনি হয়ে বিক্ষোভে ফেটে পড়েন নিশীথ প্রামানিকও । নিশীথ ও উদয়ন গুহর ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় । উদয়ন গুহের ওপর আক্রমণ ও SDPO এর মাথা ফাটানোর ঘটনায় দু'জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ ।

আরও পড়ুন:

জেলাশাসক বদলেও কি বিজেপির প্রভাব দেখছে তৃণমূল ? কেন এমন বললেন অরূপ চক্রবর্তী

বেআইনি নির্মাণ বন্ধের দায়িত্ব থাকা আধিকারিকরাই কি গার্ডেনরিচের ঘটনার তদন্তে রয়েছে, প্রশ্ন প্রধান বিচারপতির

গার্ডেনরিচে বহুতল ভাঙার ঘটনায় আরটিআই করলেন শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details