কলকাতা, 30 জানুয়ারি: গাড়িতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা । পুলিশি অভিযানে ব্যর্থ হল পাচারের চেষ্টা ৷ গ্রেফতার দুই যুবক ৷ বাজেয়াপ্ত 123.402 কেজি গাঁজা ৷ বুধবার রাতে হেস্টিংস থানার অন্তর্গত এজেসি বোস রোড এবং বেলভেডিয়ার রোডের সংযোগস্থলে একটি গাড়ি থেকে উদ্ধার হয় ৷ রাতেই ধৃতদের লালবাজারে নিয়ে যায় পুলিশ । স্থানীয় হেস্টিংস থানায় একটি লিখিত স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা ।
সূত্র মারফত খবর পেয়ে রাতেই গাড়িটিকে আটক করে পুলিশ । সেখান থেকেই উদ্ধার হয় প্রায় 123.402 কেজি গাঁজা । এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন,"যাদের আমরা গ্রেফতার করেছি তাদের নাম সৌরভ বণিক এবং কমল শিকদার । তারা দু'জনেই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা । উদ্ধার হওয়া গাঁজা মূলত ওড়িশা থেকে নিয়ে আসছিল অভিযুক্তরা । খবর পেয়ে কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা গতকাল রাতে হেস্টিংস মোড়ের কাছে ওই গাড়িটিকে আটকায় । এরপর সেটি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করতেই দেখা যায় বিভিন্ন জিনিসের খাঁজে খাঁজে ঢোকানো রয়েছে একাধিক প্যাকেট । সেই প্যাকেটের মধ্যেই ছিল বিপুল পরিমাণে গাঁজা।"