পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রামকৃষ্ণ মিশনের শিলিগুড়ি সেভক হাউসে হামলায় দুই মূল অভিযুক্তের জামিন - Sevoke House Attack Case - SEVOKE HOUSE ATTACK CASE

Sevoke House Attack Case: চলতি বছরের 19 মে মাসে রামকৃষ্ণ মিশনের শিলিগুড়ি সেভক হাউসে হামলা ও ডাকাতি করার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় দুই মূল অভিযুক্ত জামিন পেলেন মঙ্গলবার ৷ এ দিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে তারা জামিন পেয়েছে ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 7:02 PM IST

জলপাইগুড়ি, 30 জুলাই: রামকৃষ্ণ মিশনের শিলিগুড়ি সেভক হাউসে হামলা ও জমি দখলের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শ্যামল বৈদ্য ও প্রদীপ রায়কে জামিন দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চর ডিভিশন বেঞ্চ ৷ মঙ্গলবার এই দু’জনকে জামিন দিয়েছে সার্কিট বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ ৷ এই হামলার ঘটনায় অভিযুক্তরা কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রেফতার হয়েছিল ৷ গ্রেফতারের মাস দুয়েকের মধ্যেই তারা জামিন পেল ৷

গত 19 মে মাসে রামকৃষ্ণ মিশনের শিলিগুড়ি সেভক হাউসে হামলা ঘটনা ও ডাকাতির অভিযোগ ওঠে । এরপরেই মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন । রামকৃষ্ণ মিশনের মহারাজের অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয় । রামকৃষ্ণ মিশনের ভিতরে ঢুকে সিসি ক্যামেরা ভেঙে ফেলা, কর্মীদের মারধর, মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে । এই ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ তদন্তে নেমে শম্ভু দাস, দেবাশিস সরকার, রাজীব বসাক, শুভম মোহন্ত ও শ্যামল বৈদ্যকে গ্রেফতার করে । পরে এই মামলায় প্রদীপ রায়-সহ মোট 12 জনকে গ্রেফতার করা। গত 2 জুন গ্রেফতার করা হয় প্রদীপ রায়কে ।

এ দিন অভিযুক্তদের পক্ষের আইনজীবী অর্জুন চৌধুরী জানান, সেবক হাউসে হামলার ঘটনার মামলায় অভিযুক্তদের মধ্যে 10 জনের জামিন আগেই হয়েছিল । দুইজনের জামিন ট্রায়াল কোর্ট থেকে খারিজ করা হয়েছিল । এ দিন ডিভিশন বেঞ্চে এই মামলায় সাওয়াল করা হয় । যেহেতু সকলেই একই অভিযোগে অভিযুক্ত । আবার 10 জনের জামিন মঞ্জুর হয়েছে । অন্যদিকে ধৃত প্রদীপ ও শ্যামলের কাছ থেকে তেমন কিছু উদ্ধার হয়নি । সমস্ত কিছু দেখে এদের জামির মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ ৷

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারি সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘এই মামলায় 10 জন আগেই জামিন পেয়েছে । তাছাড়া তেমন কিছু উদ্ধার হয়নি । সেই কারণেই ডিভিশন বেঞ্চ এদের জামিনের আবেদন মঞ্জুর করেছে ।’’

ABOUT THE AUTHOR

...view details