সুকান্ত মজুমদারের মনোনয়ন পেশে উপস্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বালুরঘাট, 3 এপ্রিল: 2024 লোকসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গ বদলে যাবে ৷ এক অন্য পশ্চিমবঙ্গ হতে চলেছে এটা ৷ এমনটাই মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার ৷ বুধবার তিনি বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মনোনয়ন পেশ কর্মসূচিতে উপস্থিত হন ৷ বালুরঘাট বিমানবন্দরে একথা বলেন তিনি ৷ এরপর সুকান্ত মজুমদারের মনোনয়ন পেশের কর্মসূচিতে যোগ দেন মানিক সাহা ৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছাড়াও, রাজ্যের বিজেপির তিন সত্যেন রায়, বুধরাই টুডু এবং অশোক লাহিড়ী উপস্থিত ছিলেন ৷
মানিক সাহা জানান, সুকান্ত মজুমদার তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, "পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্য গত লোকসভায় আমরা 18টি জিতেছিলাম ৷ এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির 370 ও এনডিএ জোটে চারশোর বেশি আসন জেতার অঙ্গীকার করেছি ৷ সেখানে পশ্চিমবঙ্গ থেকে আমরা গতবারের থেকেও অনেক বেশি আসন পাব ৷"
এরপরেই তিনি বলেন, "লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির ভালো ফলে সঙ্গে, বদল আসবে এখানে ৷ বাংলা আবার শ্রেষ্ঠ হবে ৷ একসময় বলা হত, 'হোয়াট বেঙ্গল থিংকস টু-ডে, ইন্ডিয়া থিংকস টুমরো' ৷ সেইদিন আবার ফিরে আসবে ৷ বিজেপি'র হাত ধরে সেই দিন আসবে ৷" এদিন ভোটের সন্ত্রাস নিয়েও রাজ্যের শাসকদলের সমালোচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷
মানিক সাহার মতে, "নির্বাচনে হিংসা কাম্য নয় ৷ আগে বাংলায় এমনটা ছিল না ৷ বামেদের 34 বছরের শাসনে এটা হয়েছে ৷ আর তারপর তৃণমূল আসায় তার কার্বন-কপি হয়েছে ৷ আমি বলব, আরও কয়েকগুণ বেড়েছে হিংসা ৷ এসব বন্ধ হওয়া উচিত ৷ নির্বাচনটা একটা উৎসব ৷ এটাকে উৎসবের মতো সকলে মিলে পালন করা উচিত ৷ উল্লেখ্য, আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাটে লোকসভা নির্বাচন ৷
মনোনয়ন জমার পর সুকান্ত মজুমদার সংবাদ মধ্যমের মুখোমুখি হয়ে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলে জানান। পাশাপাশি তাঁর দাবি, মোদিজি এবার 400 পার করবেন। 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে সুকান্ত মজুমদার 33,293 ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী টিএমসি প্রার্থী অর্পিতা ঘোষকে পরাস্ত করেছিলেন ৷ এবার নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করেছে ৷ যেখানে বিজেপির সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র ৷ তিনি গত 1 এপ্রিল মনোনয়ন জমা দিয়েছে ৷ অন্যদিকে, এখানে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷
আরও পড়ুন:
- 500 টাকার প্রতিশ্রুতি দিই না, ভবিষ্যতে পাশে থাকার বার্তা সুজনের
- শীতলকুচি কাণ্ডে 'বলির পাঁঠা' বানিয়ে ফাঁসানোর নিদান! মমতার বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি প্রার্থী
- অশোকের বাড়িতে বিজেপির পতাকা, রাম-বাম আঁতাতের অভিযোগ গৌতমের