হাওড়া, 24 অক্টোবর: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাত 11টা নাগাদ হাওড়ার শিবপুর থানার অন্তর্গত পিএম বস্তির সামনে । জখম তৃণমূল কর্মীর নাম আবদুল কাদির ওরফে প্রেম ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে জিটি রোডের ধারে বসে গল্প করছিলেন ওই তৃণমূল কর্মী । অভিযোগ, সেসময় আচমকাই তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা । দু'রাউন্ড গুলি চালানো হয় বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে । রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল কর্মী প্রেম । তাঁকে এরপর সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত তৃণমূল কর্মী আবদুল কাদিরের অবস্থা যথেষ্টই সঙ্কটজনক । গুলি চালানোর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ । রাজনৈতিক নাকি পুরনো শত্রুতার জেরে এই হামলা, তাই নিয়েও তদন্ত শুরু হয়েছে । ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ।