পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, পুলিশি ব্যর্থতার অভিযোগ বিজেপির - SHOOTOUT IN HOWRAH

হাওড়ায় জিটি রোডের ধারে বসে গল্প করছিলেন ওই তৃণমূল কর্মী । সেসময় তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায় বলে অভিযোগ ৷

shootout in Howrah
হাওড়ায় শুটআউট (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 10:30 AM IST

Updated : Oct 24, 2024, 3:26 PM IST

হাওড়া, 24 অক্টোবর: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাত 11টা নাগাদ হাওড়ার শিবপুর থানার অন্তর্গত পিএম বস্তির সামনে । জখম তৃণমূল কর্মীর নাম আবদুল কাদির ওরফে প্রেম ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে জিটি রোডের ধারে বসে গল্প করছিলেন ওই তৃণমূল কর্মী । অভিযোগ, সেসময় আচমকাই তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা । দু'রাউন্ড গুলি চালানো হয় বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে । রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল কর্মী প্রেম । তাঁকে এরপর সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি (ইটিভি ভারত)

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত তৃণমূল কর্মী আবদুল কাদিরের অবস্থা যথেষ্টই সঙ্কটজনক । গুলি চালানোর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ । রাজনৈতিক নাকি পুরনো শত্রুতার জেরে এই হামলা, তাই নিয়েও তদন্ত শুরু হয়েছে । ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ।

আহত তৃণমূল কর্মীর বাবা আহমেদ আলি বলেন, "আমার বড় ছেলে প্রেম রাস্তায় বসে মোবাইল দেখছিল ৷ সেসময় তাকে গুলি করা হয়েছে ৷ ও এসএসকেএম হাসপাতালে ভর্তি ৷ পুরনো শত্রুতার জেরে আমার ছেলেকে গুলি করা হয়েছে ৷"

জখম তৃণমূল কর্মী আবদুল কাদির (নিজস্ব ছবি)

যদিও এই ঘটনাকে হাওড়া পুলিশ ও প্রশাসনের ব্যর্থতা বলেই তোপ দাগেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই । তিনি বলেন, "গতকাল রাতে হাওড়ার শিবপুর থানার কাছে রাস্তার উপরে যেভাবে শাসকদলের যুবনেতাকে গুলি মেরে হত্যা করা হল, তা থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কী অবস্থায় আছে স্পষ্ট বোঝা যাচ্ছে । এটা হাওড়া সিটি পুলিশের চূড়ান্ত ব্যর্থতা । পশ্চিমবঙ্গে এখন কেউ সুরক্ষিত নেই । যে কারও সঙ্গে যে কোনও মুহূর্তে যে কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে ।"

এই ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক রয়েছে । গত মাসেই হাওড়ার লিলুয়া এলাকাতে গুলি চালানোর ঘটনা ঘটেছিল ৷ হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাশ মিশ্রের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল ৷

Last Updated : Oct 24, 2024, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details