উত্তরপাড়া, 17 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোয় তারস্বরে বক্স বাজানোকে কেন্দ্র করে বচসা বাঁধে ৷ তার জেরে হেনস্তার অভিযোগ করলেন আরজি কর-কাণ্ডের প্রতিবাদী মহিলারা । তৃণমূলের টোটো ইউনিয়নের সদস্যরা তাঁদের সঙ্গে এই দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কলোনি বাজার এলাকায় ।
হেনস্তা আরজি কর-কাণ্ডে আন্দোলনকারী মহিলাদের (ইটিভি ভারত) জানা গিয়েছে, সোমবার রাতে সেখানে আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে একটি পথনাটক চলছিল । সেসময় কিছুটা দূরে কোন্নগর পুরসভার 19 নম্বর ওয়ার্ডে একটি টোটো স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজো উপলক্ষে জোরে বক্স বাজানো হচ্ছিল । প্রতিবাদীদের নাটক করতে অসুবিধা হওয়ায় তাঁরা বক্সের আওয়াজ কিছুটা কমাতে বলেন তৃণমূলের টোটো ইউনিয়নের সদস্যদের । কিন্তু তা শোনা হয়নি বলে অভিযোগ । এই নিয়ে প্রথমে দু'পক্ষের মধ্য শুরু হয় বচসা । বচসা হাতাহাতিতে গড়ায় ।
প্রতিবাদী মহিলাদের অভিযোগ, মদ্যপ অবস্থায় মহিলাদের হেনস্তা করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ । তারা দুই পক্ষের সঙ্গে কথা বলে । মহিলারা পুলিশের কাছে একটি গণ পিটিশন জমা দেন । তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে টোটো ইউনিয়ন ও তৃণমূল ।
আন্দোলনকারী তৃষা বসু বলেন, "ঠাকুর না-থাকা অবস্থায় তারস্বরে বক্স বাজানো হচ্ছিল । সেটাই আমরা বারণ করতে গিয়েছিলাম । সেখানে গেলে বলা হয় আপনাদের অনুষ্ঠান আপনারা করুন । আমাদের অনুষ্ঠান আমরা করছি । আমাদের একজন মহিলা প্রতিবাদীর গলায় ওরা হাত দিয়েছে এবং আমাকে হুমকি দেওয়া হয় । তৃণমূলের টোটো ইউনিয়ন এসব করেছে । তৃণমূলের কাউন্সিলর মদ্যপ অবস্থায় ছিলেন । মহিলাদের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন । তিলোত্তমার জন্য আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি । তারা এটা করতে দিতে চায় না ৷"
স্থানীয় তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডল বলেন, "আরজি কর-কাণ্ডে আমরাও বিচার চাই ৷ তবে প্রতিবাদটা এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে । আমরাও প্রতিবাদ করেছি । যাঁরা বিশ্বকর্মা পুজো করছেন তাঁরা কোনও ভুল করেননি । পতাকা ছাড়া সিপিএম প্রতিবাদ করছে ।"