পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাজ দিতে ব্যর্থ তৃণমূল ! 'বহিরাগত' শ্রমিকদের পথ আটকে দিল শাসকদলেরই একাংশ - Trinamool Protest - TRINAMOOL PROTEST

TMC Agitation in Durgapur: স্থানীয় শ্রমিকরা এলাকার কারখানায় কাজ পাচ্ছেন না ৷ অথচ 'বহিরাগত' শ্রমিকদের নিয়ে এসে কাজ করানো হচ্ছে ৷ তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধে ফের সরব হল দলের একাংশ ৷ বাইরের শ্রমিকদের পথ আটকে চলল শাসকদলের বিক্ষোভ ৷

TMC Agitation in Durgapur
TMC Agitation in Durgapur

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 8:09 PM IST

'বহিরাগত' শ্রমিকদের পথ আটকে তৃণমূলের বিক্ষোভ

দুর্গাপুর, 16 এপ্রিল: কর্মীদের কাণ্ডকারখানায় নির্বাচনের আগে দুর্গাপুরে বিড়ম্বনায় শাসকদল । মাসখানেক আগে বহিরাগতদের কাজ দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধেই সোচ্চার হয়েছিলেন দলের কর্মীরা । এবার কারখানায় কাজে আসা 'বহিরাগত' শ্রমিকদের পথ আটকে দিল তাঁরা ৷ তৃণমূলের ঝান্ডা নিয়েই কারখানার গেটের সামনে বিক্ষোভে নামল তৃণমূল কর্মী সমর্থকেরা । ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই বেশ উত্তেজনা ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় ৷

জানা গিয়েছে, সগড়ভাঙার তৃণমূল কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে স্থানীয় একটি বেসরকারি কারখানার সামনেই হাজির হন এ দিন । পার্শ্ববর্তী মহকুমা এবং ভিন জেলার ঠিকা শ্রমিকদের দেখা মাত্রই পথ আটকে দেন তাঁরা । নিরাপত্তারক্ষীরা প্রবেশদ্বার খুলতে গেলে তাঁদের সঙ্গেও শুরু হয় বচসা ।

বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ,বহিরাগতরা দিব্যি কাজ করছে আর তৃণমূল কর্মীরা স্থানীয় হয়েও কাজ পাচ্ছে না । শ্রমিক সংগঠনের নেতৃত্বের কাছে একাধিকবার কাজের দাবি করলেও তাতে কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না । এলাকাবাসীদের সুযোগ না দিয়ে বহিরাগতদের সুযোগ দেওয়া হচ্ছে । তাই বাধ্য হয়ে সকাল থেকে কারখানার গেট আটকে প্রতিবাদে সামিল হয়েছেন তৃণমূল কর্মীরা । কারখানার গেট পাস নেই এমন শ্রমিকদের ভিতরে ঢুকতে দিচ্ছে না তাঁরা । গেটে স্বাক্ষর করে যারা ঢোকে তাঁরা বেশিরভাগ বহিরাগত বলেও অভিযোগ । যতক্ষণ না পর্যন্ত স্থানীয়দের কাজ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্তই চলবে আন্দোলন । এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ৷

এই নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "যে আন্দোলন বিজেপির করার কথা সেই আন্দোলনই তৃণমূল করছে । বুঝতে পেরেছে নেতারা টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দিচ্ছে আর বঞ্চিত হচ্ছে স্থানীয়রা । তাই ঝান্ডা হাতে বিক্ষোভে নেমেছে তৃণমূল কর্মীরা ।" যদিও জেলা তৃণমূল নেতৃত্ব দাবি করেন,"তৃণমূল শ্রমিক সংগঠন কোনদিন নিয়ম ভাঙে না । অন্যায়কে প্রশ্রয় দেয় না । সম্প্রতি বেশ কয়েকজন স্থানীয় যুবককে কাজে নিয়োগ করা হয়েছে । নির্বাচনের আদর্শ আচার বিধি লঙ্ঘন করেও কোনো কাজ করে না শাসকদল । স্থানীয়দের পাশেও প্রতিমুহূর্তেই থাকে তৃণমূল শ্রমিক সংগঠন ।"

আরও পড়ুন:

  1. প্রার্থীর সামনেই দুই গোষ্ঠীর মারামারি, কর্মীদের ‘কীর্তি’তে অসুস্থ আজাদ !
  2. আলুওয়ালিয়ার সভার আগে বিজেপি নেতাদের মারধর! কাঠগড়ায় শাসকদল
  3. ট্রাক্টরের ধাক্কায় নাবালকের মৃত্যু ঘিরে তপ্ত ফাঁসিদেওয়া, বিক্ষোভ গ্রামবাসীদের

ABOUT THE AUTHOR

...view details