পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় ছাড়পত্রে জাল ওষুধ! বিস্ফোরক দাবি কীর্তি আজাদের - KIRTI AZAD ON FAKE DRUGS

শনিবার দুর্গাপুর ইএসআই হাসপাতালে এক অনুষ্ঠানে আসেন কীর্তি আজাদ ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

Kirti Azad on Fake Drugs
কেন্দ্রীয় ছাড়পত্রে জাল ওষুধ! বিস্ফোরক দাবি কীর্তি আজাদের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2025, 4:33 PM IST

দুর্গাপুর, 22 ফেব্রুয়ারি: "ভুয়ো ওষুধের জন্য মৃত্যু হচ্ছে মানুষের । এর দায় কেন্দ্রের", দুর্গাপুরে ইএসআই হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিটের উদ্বোধনে এসে বিস্ফোরক দাবি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদের ।

শনিবার দুর্গাপুরে ইএসআই হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিট ও সিআর্ম মেশিনের উদ্বোধন করেন রাজ্যের আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ ।

কেন্দ্রীয় ছাড়পত্রে জাল ওষুধ! বিস্ফোরক দাবি কীর্তি আজাদের (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর শিল্পতালুকে ছোট বড় অনেক বেসরকারি কলকারখানা রয়েছে । সেই কারখানাগুলিতে হাজার হাজার শ্রমিক কর্মরত । প্রায়ই দুর্ঘটনা ঘটে এই সব কলকারখানায় । অসংগঠিত সংগঠনের শ্রমিকদের চিকিৎসার জন্য ইএসআই হাসপাতাল থাকলেও সেখানে কোনও ক্রিটিকাল কেয়ার ইউনিট ছিল না । ফলে দুর্ঘটনায় আহত শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য বেসরকারি নার্সিংহোমগুলিতে পাঠিয়ে দেওয়া হতো । এবার সেই সমস্যার সমাধান হল । দুর্গাপুর ইএসআই হাসপাতালে উদ্বোধন হল ক্রিটিকাল কেয়ার ইউনিটি ।

এছাড়াও শনিবার সি-আর্ম মেশিনেরও উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ কীর্তি আজাদ । এই মেশিনের মাধ্যমে দ্রুত আঘাতের জায়গা চিহ্নিত করে কম সময়ের মধ্যে অস্ত্রোপচার করা সম্ভব হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ।

শনিবার দুর্গাপুর ইএসআই হাসপাতালের 10 বেডের ক্রিটিকাল কেয়ার ইউনিটের উদ্বোধনের সময় কালে মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কীর্তি আজাদ ছাড়াও ছিলেন দুর্গাপুর পৌরনিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, ইএসআই হাসপাতালের সুপার দীপাঞ্জন বকসি-সহ পৌর প্রতিনিধিরা ও প্রশাসনিক আধিকারিকরা ।

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ (নিজস্ব চিত্র)

এদিন দুর্গাপুর ইএসআই হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটের উদ্বোধন করতে এসে সাংসদ কীর্তি আজাদ বলেন, "ভুয়ো ওষুধের জন্য মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের । এর দায় কেন্দ্রীয় সরকারের ।"

তিনি আরও বলেন, "যাদের লাইসেন্স দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তারাই ভুয়ো ওষুধের কারবার করছে । আর সেই ওষুধ খেয়ে কোনও কাজ হচ্ছে না । সেই কারণেই মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষকে । বাড়ির লোকেদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে চিকিৎসকদের । আসলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার । আমি এর জন্য লড়ছি । যতদূর যাওয়ার যাব ।"

অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, "এই রাজ্যে যত মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, সারা দেশের অন্য কোনও রাজ্যে নেই । রাজ্যের প্রতিটি মানুষের কথা ভাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শ্রমিকদের চিকিৎসার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছেন তিনি । দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য পশ্চিমবঙ্গ । সেই জন্য প্রতিবছর কেন্দ্র সরকার 50 কোটি টাকা করে ইন্সেন্টিভ দেয় ।"

ABOUT THE AUTHOR

...view details