মেদিনীপুর, 31 জুলাই: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় মাত্র সাত বছর বয়সে গোল্ড মেডেল ৷ দেশ-বিদেশ মিলিয়ে সাত হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে অসাধ্যসাধন করল মেদিনীপুরের ত্রিনভ দাস ৷ ‘সোনার ছেলের’ সাফল্যে খুশি ক্যারাটে শিক্ষক, পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । মাত্র চার বছর বয়সে পড়াশোনা এবং আঁকার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ বুকে নাম ওঠে ছোট্ট ত্রিনভের ৷
সাত বছরে পোডিয়াম ফিনিশ (ইটিভি ভারত) শুধু পড়াশোনাই নয়, ক্যারিকুলার অ্যাক্টিভিটিতেও এগিয়ে যাচ্ছে জঙ্গলমহলের ছেলেমেয়েরা ৷ 26 জুলাই থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তিনদিনব্যাপী আন্তর্জাতিক অষ্টম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024 । যে প্রতিযোগিতায় দেশ-বিদেশ-সহ প্রায় 7 হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে ৷ এই প্রতিযোগিতায় মেদিনীপুর থেকে অংশগ্রহণ করেছিল মোট 18 জন প্রতিযোগী, যার মধ্যে ছিল মেদিনীপুর শহরের শিক্ষক অনির্বাণ দাসের 7 বছরের ছেলে ত্রিনভ । অনূর্ধ্ব-13 কাতা (KATA) প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেয়েছে সে ৷
অসাধ্যসাধন ত্রিনভের (ইটিভি ভারত) ত্রিনভের সাফল্যে খুশির হাওয়া জেলাজুড়ে । মেদিনীপুর শহরের মাউন্ট লিটেরা জি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ত্রিনভ ৷ বছরখানেক ধরে ক্যারাটে শিখছে স্থানীয় ক্যারাটে শিক্ষক নিত্যানন্দ পালের কাছে । প্রতিযোগিতা শুরু হওয়ার আগে হঠাৎ একদিন রাতে মা-বাবার সঙ্গে খেলতে খেলতে ত্রিনভ জানায়, তার শিক্ষক বলেছে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে ৷ তারপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোডিয়াম ফিনিশ করে সে, গলায় ওঠে সোনার মেডেল ।
বাবা-মা’য়ের সঙ্গে ত্রিনভ (নিজস্ব চিত্র) ত্রিনভের মা সুপর্ণা দে দাস বলেন, ‘‘ছেলে হঠাৎই একদিন রাতে বলে কোনও এক কম্পিটিশনে স্কুল থেকে তার নাম পাঠিয়েছে । সেই অনুযায়ী তড়িঘড়ি প্রস্তুত হয়ে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাই । ছেলের প্রতিভা দেখে অভিভূত । ওর এই অভাবনীয় সাফল্যে গর্বিত ৷’’ ত্রিনভের বাবা অনির্বাণ দাস বলেন, ‘‘চার বছর বয়সেই ওর প্রতিভাকে সম্মানিত করে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ ৷ চার বছর বয়সেই পশু-পাখির নাম অনর্গল ভাবে আলতো ভাষায় বলে ফেলত ৷ ছবি আঁকা, পড়াশোনাতে পারদর্শী । আমরা ছেলের জন্য গর্বিত ৷’’