পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য পদে প্রথম আদিবাসী সম্প্রদায়ের অধ্যাপক - Visva Bharati University VC

Visva Bharati University: ফের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য পদে রদবদল হল ৷ এবার এই পদে আদিবাসী সম্প্রদায়ের কেউ আসীন হলেন ৷ 2023 সালের 8 নভেম্বর স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয় ৷ তারপর থেকে তিনবার ভারপ্রাপ্ত উপাচার্যের পরিবর্তন হল ৷

VISVA BHARATI UNIVERSITY VC
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 7:24 AM IST

বোলপুর, 31 অগস্ট: বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন বিনয় কুমার সরেন ৷ এই প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সম্প্রদায়ের কেউ উপাচার্য পদে আসীন হলেন ৷ 2023 সালের 8 নভেম্বর স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার ভারপ্রাপ্ত উপাচার্য বদল হল বিশ্বভারতীতে ৷ তবে এই বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক স্বয়ং দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে এই প্রথম আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৷

2018 সালে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী ৷ তাঁর 5 বছরের সময়কালে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীকে ঘিরে রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে পৌঁছেছিল ৷ 2023 সালের 8 নভেম্বর বিশ্বভারতীর 'বিতর্কিত' স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয় ৷ তারপর বিশ্বভারতীর নিজস্ব সংবিধানের 3(6) ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছিলেন তৎকালীন কর্মসমিতির সদস্য তথা কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক ৷

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বদলের নোটিশ (ছবি সৌজন্য: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়)

29 মে তাঁর অধ্যক্ষের মেয়াদ শেষ হয়ে যায় ৷ ফের বিশ্বভারতীর নিজস্ব সংবিধান অনুযায়ী বর্ষীয়ান কর্মসমিতির সদস্য পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল ভারপ্রাপ্ত উপাচার্য হন ৷ এবার তাঁরও অধ্যক্ষের মেয়াদ শেষ ৷ তাই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হলেন পল্লী শিক্ষাভবনের অধ্যক্ষ অধ্যাপক বিনয় কুমার সরেন ৷ এই মুহূর্তে তিনিই বিশ্বভারতীর কর্মসমিতির বর্ষীয়ান সদস্য ৷ তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংবিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত উপাচার্য হলেন ৷

এই মর্মে নোটিশ জারি করেছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো ৷ 2023 সালের 8 নভেম্বরের পর থেকে এই নিয়ে বিশ্বভারতীতে তৃতীয়বার উপাচার্য বদল হল ৷ স্থায়ী উপাচার্য কবে আসবে ? প্রশ্ন ঘোরাফেরা করছে ৷ তবে এই প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সম্প্রদায়ের একজন উপাচার্যের পদে আসীন হলেন ৷

আদিবাসী, সাঁওতাল জনজাতির উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা ছিল স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ৷ তাই তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বালিপাড়া, পিয়ার্সন পল্লী প্রভৃতি আদিবাসী গ্রাম প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ৷ এবার সেই গুরুদেবের প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে এই প্রথম আদিবাসী সম্প্রদায়ের অধ্যাপক উপাচার্যের পদে ৷

ABOUT THE AUTHOR

...view details