জলপাইগুড়ি, 11 ডিসেম্বর: কোচবিহার রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (GCPA)-এর ডাকে জোড়াই স্টেশনে শুরু হয়েছিল রেল রোকো আন্দোলন ৷ এর ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল ৷ বাতিল করা হয়েছে বন্দেভারত-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। 5 ঘণ্টা পর রেলের আশ্বাসে অবরোধ উঠলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি ৷
বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দেভারত এক্সপ্রেস, বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে যাত্রীদের বাসে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷
রেলের আশ্বাসে উঠল অবরোধ (ইটিভি ভারত) উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল শর্মা জানান, 15704 বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ও 15703 নিউ জলপাইগুড়ি-বঙ্গাইগাঁও এক্সপ্রেস রেল রোকোর কারণে বাতিল করা হয়েছে ৷ বুধবার 22227 নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দেভারত এক্সপ্রেস ও 22228 গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস বাতিলের কথা আগেই ঘোষণা করা হয়েছিল ৷ পরে রেল আধিকারিক জানান, অবরোধকারীদের সঙ্গে কথা হয়েছে ৷ তাঁদের দাবিদাওয়া শীর্ষস্তরে পাঠানো হচ্ছে ৷
অবরোধ ওঠার পর রেলের বিজ্ঞপ্তি (নিজস্ব চিত্র) অবরোধের জেরে এদিন 15657 আপ ব্রহ্মপুত্র-মেল এবং আপ কামরূপ এক্সপ্রেসকে ঘুরপথে কোচপবিহার গোকুলগঞ্জ দিয়ে চালানো হয় ৷ অন্যদিকে, ডাউন 20503 রাজধানী এক্সপ্রেস, 22449 ডাউন গুয়াহাটি-নয়াদিল্লি এক্সপ্রেস, 22503 বিবেক এক্সপ্রেস, 13247 কামাক্ষা রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেসের যাত্রাপথও পরিবর্তন করা হয় ৷ সকাল 8টার মধ্যেই প্রায় 5000 গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সমর্থক রেল রোকো আন্দোলন শুরু করেন ৷ ঘণ্টা পাঁচেক পর রেলের আধিকারিকদের আশ্বাসে অবরোধ থেকে সরে আসেন তাঁরা ৷ রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি বংশীবদন বর্মন বলেন, "আজকের মত আমরা রেল অবরোধ তুলে নিলাম ৷ তবে আমাদের দাবি মানা না-হলে এর থেকেও বৃহত্তর আন্দোলন হবে ৷"
এর আগে নিউ কোচবিহার স্টেশনে রেল রোকো আন্দোলন হয়েছিল। সেবার অবশ্য আলিপুরদুয়ার দিয়ে ঘুরপথে ট্রেন চালিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রেখা হয়েছিল। কিন্তু এবার সেটা হচ্ছে না। বাংলা ও অসমের সঙ্গে যাতে কোনওভাবেই রেল যোগাযোগ না-হতে পারে সেই কারণেই অসম সীমান্তের জোড়াই স্টেশনে রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ৷