দুর্গাপুর, 24 নভেম্বর: উড়ালপুল থেকে ঝুলছে এক বিশাল ট্রেলার ৷ তার ইঞ্জিন-সহ সামনের অংশ উড়ালপুলের নীচের দিকে ঝুলছে ৷ আর বাকি অংশ রাস্তায় ৷ তারের বান্ডিল বোঝাই ট্রেলারটি ভারী থাকায়, উড়ালপুল থেকে তার মাথা নীচের দিকে ঝুলে পড়লেও বাকি অংশ আর পড়তে পারেনি ৷ তবে সাতসকালে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে উঠেছেন দুর্গাপুরবাসী ৷
রবিবার সাতসকালে এই ঘটনা ঘটে 19নং জাতীয় সড়কের উপর ডিভিসি মোড়ের উড়ালপুলে । নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে ডিভাইডারের উপর উঠে যায় ওই বিরাট ট্রেলার ৷ তার জেরেই সেটি উড়ালপুল থেকে নীচে পড়ার উপক্রম হয়েছিল ৷ তবে ভারী জিনিসপত্রে ভর্তি থাকায় সেই পরিস্থিতি থেকে রেহাই মেলে ৷ কোনওক্রমে বড় দুর্ঘটনা হওয়ার থেকে রক্ষা পায় ট্রেলারটি ৷ অল্পবিস্তর আহত হয়েছেন ট্রেলারের চালক ও খালাসি । স্থানীয়রা সকালে ট্রেলারটিকে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রেলারটির ঝুলে পড়া অংশ উপরে তোলার কাজে হাত লাগায় ৷