কালিম্পং, 23 অগস্ট:প্রায় আড়াই মাস বাদে অবশেষে চালু হল বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক ৷ তবে, ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পূর্ত দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সড়ক দিয়ে চলবে শুধুমাত্র ছোট গাড়ি ৷ যার মধ্যে যাত্রীবাহী ছোট গাড়ি ও বাস রয়েছে ৷ ভারী মালবাহী গাড়িকে আগের মতোই বিকল্পপথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে ৷
বৃহস্পতিবার পূর্ত দফতরের তরফে কালিম্পং জেলা প্রশাসনকে 10 নম্বর জাতীয় সড়কে ছোট গাড়ি চালানোর সবুজ সংকেত দেওয়া হয় ৷ সেই মতো কালিম্পং জেলা প্রশাসন জাতীয় সড়ক দিয়ে ছোট গাড়ি চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করে ৷ তারপর আজ সকাল থেকে জাতীয় সড়কে শুরু হয়েছে যান চলাচল ৷ আর জাতীয় সড়ক খুলে যেতেই স্বস্তিতে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন ৷
কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি বলেন, "পূর্ত দফতর সবুজ সংকেত দেওয়ার পরেই শুক্রবার সকাল থেকে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে এখনই ওই রাস্তা দিয়ে ভারী গাড়ি চলবে না ৷" হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "10 নম্বর জাতীয় সড়ক বাংলা-সিকিমের লাইফ লাইন ৷ প্রতিদিন অগণিত পর্যটকের পাশাপাশি সাধারণ মানুষ ওই সড়কের উপর নির্ভরশীল ৷ জাতীয় সড়ক বন্ধ থাকায় বেশ সমস্যার মুখে পড়তে হয়েছিল পর্যটকদের ৷ বিকল্পপথে প্রায় 70 কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করে সিকিম যেতে হচ্ছিল ৷ আপাতত ছোট গাড়ি এবং যাত্রীবাহী ছোট গাড়ি চলাচল শুরু করায় কিছুটা স্বস্তি ৷"