বর্ধমান, 16 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর আগের দিন মন্দার বাজার । টানা চারদিনের বৃষ্টিতে নাজেহাল বর্ধমানবাসী । অন্যান্য বছরে যেখানে বিশ্বকর্মা পুজোর দু'দিন আগে বর্ধমান শহরের কার্জন গেট, বিসি রোড, তেঁতুলতলা বাজার, রানিগঞ্জ বাজার-সহ অন্যান্য বাজারে তিল ধারণের জায়গা থাকে না । টানা বৃষ্টির জেরে সেই ছবি উধাও । ফুল, ফল, সবজি, প্রতিমা সব দোকানেই সেভাবে খদ্দেরের দেখা নেই ।
টানা বৃষ্টিতে মন্দা বিশ্বকর্মা পুজোর বাজারে, আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা - Vishwakarma Puja 2024 - VISHWAKARMA PUJA 2024
Vishwakarma Puja Market: অবিরাম বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ ৷ বিশ্বকর্মা পুজোর আগে বাজারে চেনা ভিড় উধাও ৷ বিক্রিবাটা নেই ৷ প্রতিমা নিয়ে বসে থাকেলও খদ্দের আসছে না ৷ চিন্তায় ব্যবসায়ীরা ৷
Published : Sep 16, 2024, 10:58 PM IST
সবচেয়ে ফাঁপড়ে পড়েছেন ভিন জেলা থেকে আসা ব্যবসায়ীরা । ভিন জেলা থেকে আসার কারণে তাদের হোটেলে ভাড়া দিয়ে থাকা খাওয়া করতে হচ্ছে । কিন্তু টানা বৃষ্টির জেরে জিনিস বিক্রি না হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন । এদিকে বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে প্রতিমা ব্যবসায়ীদের ৷ বৃষ্টির জেরে তারা যেমন বেশি প্রতিমা আনতে পারেননি । পাশাপাশি যে সব প্রতিমা এনেছেন সেগুলোতে জল পড়লে গলে যাচ্ছে । ফলে অনেক প্রতিমা নষ্ট হয়ে গিয়েছে । মঙ্গলবারই যেহেতু পুজো তাই সব প্রতিমা বিক্রি হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে ।
ফল বিক্রেতা ভবেশ দাসের কথায়, "লাগাতার বৃষ্টির কারণে লোকজন বাইরে বের হচ্ছে না । এদিকে সরকারি ছুটি থাকায় আরও অনেক মানুষ বের হয়নি । ফলে বেচাকেনা নেই । ছুটি না থাকলে হয়তো ব্যবসাটা আরো ভালো হত । প্রতিবছর বিশ্বকর্মা পুজোর সময় এক একজন কম করে পাঁচ কেজি আপেল-সহ অন্যান্য ফল কেনে । এবার কিছুই নেই ।"
প্রতিমা বিক্রেতা তাপস পাল বলেন, "বৃষ্টির কারণে প্রতিমা বিক্রি হচ্ছে না । কোনও খদ্দের আসতে পারছে না । আমরাও বেশি করে প্রতিমা আনতে পারছি না । নিয়ে এসেই বা রাখব কোথায় । চারদিন ধরে বৃষ্টি চলছে । প্রতিমায় জল পড়লেই গলে যাচ্ছে । এদিকে হাতে সময় নেই । এত বছর ধরে এখানে ব্যবসা করতে আসি এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়নি ।"
ক্রেতা মিঠুন মুখোপাধ্যায় বলেন, "বৃষ্টির কারণে সমস্যা তো আছেই । তবে দাম খুব একটা চড়া হয়নি । তারাও বৃষ্টির কারণে ব্যবসা করতে পারেনি । তাদেরও সংসার আছে । ফলে চাই তাদেরও ব্যবসা হোক । আমরাও পুজো করি । সবাই ভালো থাকুক ।"