কলকাতা, 1 অক্টোবর: মহালয়ার আগের সন্ধ্যায় লক্ষ মানুষের মিছিল কলকাতার রাস্তায় ৷ আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে 'রাস্তা দখল' শিরোনামে 60টির বেশি অরাজনৈতিক সংগঠন আজ কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত নাগরিক মিছিলের ডাক দেয় ৷ সেই মিছিলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ন্যায় বিচারের দাবিতে স্লোগান তুলেছেন ৷ সুর চড়িয়েছেন শাসকদলের বিরুদ্ধেও ৷ নজিরবিহীনভাবে এই অরাজনৈতিক মিছিলে পা-মেলালেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা ৷
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, কল্লোল মজুমদার-সহ একাধিক বাম রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন দলীয় রংকে সরিয়ে রেখে ৷ এমনকি এই মিছিলে মাঝপথে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি শুভঙ্কর সরকারও ৷ অন্যদিকে, আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীও মিছিলে ছিলেন আজ ৷ তাঁরা প্রত্যেকেই নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ছেড়ে মিছিলের শেষের দিকেই হাঁটলেন ৷ তবে, মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে দাবি এবং স্লোগান উঠেছে, তাতে গলা মেলালেন তাঁরা ৷
উল্লেখ্য, আগামিকাল মহালয়া থেকে দেবীপক্ষের সূচনা হচ্ছে ৷ পুজোয় উৎসব কতটা হবে, সেটা সময় বলবে ৷ তবে, পুজোর মাঝেও যে প্রতিবাদ, আন্দোলন ও ন্যায় বিচারের দাবি উঠবে, একপ্রকার হুঁশিয়ারি দিলেন বিরোধী বাম ও কংগ্রেস নেতারা ৷