কলকাতা, 17 এপ্রিল: চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের পুরোটাই প্রায় তাপপ্রবাহের দখলে । বুধবার রামনবমীতেও প্রখর উত্তাপ থাকবে ৷ উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শুষ্ক বাতাসের কারণেই দক্ষিণবঙ্গজুড়ে এই শুষ্ক গরম বলে জানিয়েছে হাওয়া অফিস ।
ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে । মঙ্গলবার দক্ষিণবঙ্গের উষ্ণতম অঞ্চল ছিল পানাগড় । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি বেশি । তাপমাত্রার উর্ধ্বগামীতার দৌড়ে দ্বিতীয় স্থানে বাঁকুড়া ৷ তাপমাত্রা ছিল 41.4 ডিগ্রি সেলসিয়াস । তৃতীয় স্থানে কলাইকুণ্ডা, 41.2 ডিগ্রি সেলসিয়াস ।
এছাড়াও উষ্ণতম অঞ্চলগুলির মধ্যে অন্যতম ছিল আসানসোল (41 ডিগ্রি), মেদিনীপুর (41.4 ডিগ্রি), শ্রীনিকেতন (40.2 ডিগ্রি), সল্টলেক (40.5 ডিগ্রি), ব্যারাকপুর (40.5 ডিগ্রি), দমদম (40 ডিগ্রি) ৷ হাওয়া অফিস বলছে, অস্বস্তিকর আর্দ্রতা মাখা প্রাণান্তকর গরম দক্ষিণবঙ্গে চলবে । তাপমাত্রার সূচক যাই দেখাক না কেন অস্বস্তিসূচক আরও বেশি দেখাচ্ছে । ফলে গরমের অনুভূতি বেশি হচ্ছে । শনিবারের পর থেকে বৃষ্টির ইঙ্গিত মিলতে পারে । তবে আপাতত শুষ্ক আবহাওয়া বরাদ্দ দক্ষিণবঙ্গের জন্য ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিনে পারদ তিন থেকে পাঁচ ডিগ্রি চড়বে । ফলে লু বওয়ার পরিস্থিতি তৈরি হবে । ইতিমধ্যে সেই সতর্কতা জারি হয়েছে । আর এই পরিস্থিতিতে বেলা 11টার পর বাইরে না-বেরোনোর, হালকা রঙের সুতির জামাকাপড় পরার পরামর্শ দেওয়া হয়েছে । বাইরে বেরোলে ছাতা রোদ চশমা টুপি ব্যবহারের কথা বলা হয়েছে । প্রচুর পরিমাণে জল খাওয়ার কথা বলা হয়েছে ।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি চললেও উত্তরবঙ্গে ছবিটা সম্পূর্ণ বিপরীত । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে । দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে । এছাড়াও দুই দিনাজপুর ও মালদাতে হালকা বৃষ্টি হবে । তবে এই দুই জেলায় বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে ।
মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 89 শতাংশ । আজ বুধবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 39 এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন :
- গ্রীষ্মের খরা পুষিয়ে দেবে বারিধারা ! বর্ষায় পর্যাপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
- গরমে খাবার নিয়ে বেপরোয়া হলেই বিপদ ! তালিকা থেকে কী কী বাদ দেবেন ? জানালেন পুষ্টিবিদ
- নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস দিতে এআই প্রযুক্তি ব্যবহার সিদ্ধান্ত আইএমডির