কলকাতা, 16 এপ্রিল: চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহের সতর্কতা । পারদ প্রায় 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । এই বিষয়ে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক গরম বাতাস ছুটে আসার কারণেই তাপমাত্রার এই বৃদ্ধি । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম চলবে । আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে ।
বুধবার থেকে দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দুই বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । সোমবার থেকে রোদের তাপে পুড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গ ৷ বেলা যত বেড়েছে ততই অস্বস্তিকর গরমে গলদঘর্ম হতে হয়েছে । এই অবস্থা চলতি সপ্তাহজুড়ে চলবে । তবে শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে । সাধারণত কোনও অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলে কিছুদিনের মধ্যেই সেখানে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হয় । সেই মতো দক্ষিণবঙ্গেও বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস ।
দক্ষিণবঙ্গ খড়তাপে পুড়লেও উত্তরবঙ্গে বৃষ্টি আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস । উপরের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে । বাকি জেলা অর্থাৎ, দুই দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে । এই দুই জেলায় দমকা হাওয়ার বেগ বেশি থাকবে । উত্তরবঙ্গে প্রায় প্রতিদিন বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে।