পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহিদ সমাবেশে গদা হাতে রাম, খিচুড়ি খেয়ে শিয়ালদা থেকে ধর্মতলামুখী জনস্রোত - 21 July TMC Rally - 21 JULY TMC RALLY

21 July TMC Rally: একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে শিয়ালদায় এসেছে পৌঁছেছেন তৃণমূল কর্মী ও সমর্থকরা ৷ সেখানে দলের তরফে তাঁদের খিচুড়ি পরিবেশন করা হয় ৷ কারও হাতে নানা সরকারি প্রকল্পের প্ল্যাকার্ড, আবার কারও রামের সাজ, সবমিলিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্য়ে দারুণ উন্মাদনা চোখে পড়েছে ৷

21 July TMC Rally
খিচুড়ি খেয়ে শিয়ালদা থেকে ধর্মতলামুখী জনস্রোত (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 11:51 AM IST

Updated : Jul 21, 2024, 1:49 PM IST

কলকাতা, 21 জুলাই: একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দলে দলে শহরমুখী জেলার তৃণমূল কর্মী-সমর্থকরা । একুশে জুলাইয়ের সমাবেশে আগতদের শিয়ালদা স্টেশনের বাইরে খিচুড়ি বিতরণ করা হল দলের তরফে । যাঁরা দূর দুরন্ত থেকে রাত জেগে আসছেন বা খুব ভোরে বেরিয়েছেন, তাদের মধ্যে খিচুড়ি পরিবেশন করা হচ্ছে । সেই খিচুড়ি খেয়ে দলে দলে ধর্মতলামুখী হচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা । একজন আবার এসেছে রামের সাজে ৷

দুই 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া-সহ বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা লোকাল ট্রেনে আজ সকাল সকালই শিয়ালদা পৌঁছেছেন ।নদিয়ার চাকদা থেকে একদল মহিলা তৃণমূল কর্মী-সমর্থক বিভিন্ন সরকারি প্রকল্পের প্ল্যাকার্ড হাতে নিয়ে শিয়ালদায় উপস্থিত হন । তাঁদের সঙ্গে এক তৃণমূল কর্মীকে রামচন্দ্রের বেশে দেখা যায় ।

চাকদা পুরসভার তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য বলেন, "ভগবান রামচন্দ্র সকলের । মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হিন্দু, মুসলিম, খ্রিস্টান-সহ সকল ধর্মকে ভালবাসতে শিখিয়েছে । কিন্তু রামচন্দ্রকে নিয়ে অকারণ রাজনীতি করে বিভাজন সৃষ্টি করতে চাইছে বিজেপি । তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই কর্মসূচি ।"

অন্যদিকে, শিয়ালদার একুশে জুলাইয়ের মঞ্চে এক প্রকার শূন্যতাও বর্তমান । এই বিশেষ দিনে অনুপস্থিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু ৷ রেশন দুর্নীতির অভিযোগে তিনি এখন সংশোধনাগারে । একটা সময় একুশে জুলাইকে কেন্দ্র করে যাঁরা শিয়ালদা স্টেশন হয়ে কলকাতা ঢুকতেন তাঁদের নেতৃত্ব দিতেন জ্যোতিপ্রিয় । তাঁর অনুপস্থিতি শিয়ালদা মঞ্চে স্পষ্ট ধরা পড়েছে ।

এদিকে, আজ সকাল ন'টা নাগাদ রেল পুলিশের তরফে ডগ স্কোয়াড নামানো হয় শিয়ালদা স্টেশনের বাইরে । বেশ কয়েকটি ব্যাগ পুলিশ কুকুরকে দিয়ে চেক করানো হয় । তবে কী কারণে সন্দেহ তৈরি হল, কী এমন খবর ছিল যে জন্য ডগ স্কোয়াড নামানো হল, সে বিষয়ে কোনও তথ্য দিতে চায়নি রেলপুলিশের কর্তারা ।

Last Updated : Jul 21, 2024, 1:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details