বহরমপুর, 1 ফেব্রুয়ারি: বিয়েবাড়ির অনুষ্ঠানে চলল এলোপাথাড়ি গুলি । তার জেরে মৃত্যু হল যুবকের । বুধবার রাত দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ থানার আমানিগঞ্জের ঘোষপাড়া এলাকায় । ওই যুবককে লক্ষ করে দশ থেকে বারো রাউন্ডগুলি চালানো হয়েছে । তিনটি গুলি লাগে যুবকের শরীরে । আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃতের নাম শ্যামবাবু রায় (28)। তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন ৷
এই ঘটনায় এক বাবা ও ছেলে-সহ মোট 11জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে । মুর্শিদাবাদ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তদের খোঁজ মিলছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দখল নিয়ে শ্যামবাবু রায়ের সঙ্গে রতন রায় ও তাঁর ছেলে রথীন রায়ের ঝামেলা শুরু হয়েছিল । দু'মাস আগে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হয়েছিলেন রথীন রায় । এই ঘটনায় রতন গোষ্ঠীর অভিযোগ ছিল, রথীনকে ষড়যন্ত্র করে ধরিয়ে দিয়েছেন শ্যামবাবুই । রথীন জামিন পাওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ে ।