পশ্চিমবঙ্গ

west bengal

বিয়েবাড়িতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলকর্মীর, 11 জনের নামে অভিযোগ দায়ের

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 4:14 PM IST

TMC Worker Shot Dead: আগে থেকেই ঝামেলা চলছিল বলে অভিযোগ ৷ গ্রামের এক বিয়েবাড়ির অনুষ্ঠানে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল স্থানীয় নির্দল প্রার্থীদের বিরুদ্ধে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

মৃতের দাদার বক্তব্য

বহরমপুর, 1 ফেব্রুয়ারি: বিয়েবাড়ির অনুষ্ঠানে চলল এলোপাথাড়ি গুলি । তার জেরে মৃত্যু হল যুবকের । বুধবার রাত দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ থানার আমানিগঞ্জের ঘোষপাড়া এলাকায় । ওই যুবককে লক্ষ করে দশ থেকে বারো রাউন্ডগুলি চালানো হয়েছে । তিনটি গুলি লাগে যুবকের শরীরে । আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃতের নাম শ্যামবাবু রায় (28)। তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন ৷

এই ঘটনায় এক বাবা ও ছেলে-সহ মোট 11জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে । মুর্শিদাবাদ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তদের খোঁজ মিলছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দখল নিয়ে শ্যামবাবু রায়ের সঙ্গে রতন রায় ও তাঁর ছেলে রথীন রায়ের ঝামেলা শুরু হয়েছিল । দু'মাস আগে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হয়েছিলেন রথীন রায় । এই ঘটনায় রতন গোষ্ঠীর অভিযোগ ছিল, রথীনকে ষড়যন্ত্র করে ধরিয়ে দিয়েছেন শ্যামবাবুই । রথীন জামিন পাওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ে ।

বুধবার ওই গ্রামে একটি বিয়ে ছিল । সেই বিয়ের অনুষ্ঠানে আতশবাজি ফাটানোর সময় শ্যামবাবু রায়ের লোকজন গুলি চালিয়েছে বলে অভিযোগ ওঠে । এরপরই রথীন রায়ের দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয়ে শ্যামবাবুকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায়। তাতেই শ্যামবাবুর প্রাণ যায়। তাঁর বাগান বাড়িতেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । ঘটনায় রতন রায়, রথীন রায়, তপন রায়-সহ 11 জনের নামে খুনের মামলা রুজু হয়েছে । মৃতের দাদা কামেশ্বর রায় জানান, তাঁরা তৃণমূল করেন আর অভিযুক্তরা নির্দল ৷ বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল ভাইয়ের সঙ্গে ৷ তার জেরেই এই খুন ৷

আরও পড়ুন :

  1. বাড়িতে ঢুকে দুষ্কতীদের এলোপাথাড়ি গুলি, মুর্শিদাবাদে গুরুতর জখম তৃণমূল নেতা
  2. হোটেল রুমে গুলিতে প্রেমিকার চোয়াল ঝাঁঝরা করল প্রেমিক! আশঙ্কাজনক তরুণী
  3. পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, বহরমপুরে বাড়ির সামনে খুন তৃণমূল নেতা

ABOUT THE AUTHOR

...view details