পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তাল সামশেরগঞ্জ ! তৃণমূল কর্মীকে থেঁতলে খুনের অভিযুক্ত কংগ্রেস - TMC Congress Clash - TMC CONGRESS CLASH

TMC Worker Died: ভোট-পরবর্তী হিংসার জের ৷ সামশেরগঞ্জে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ ৷ ইট দিয়ে মেরে এক তৃণমূল কর্মীকে থেঁতলে খুন করার অভিযোগ উঠল কংগ্রেস কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

TMC-CONGRESS CLASH
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 8:02 PM IST

Updated : Jun 25, 2024, 8:19 PM IST

সামশেরগঞ্জ, 25 জুন: তৃণমূল বনাম কংগ্রেসের সংঘর্ষে উত্তাল সামশেরগঞ্জ থানার হোগলবাড়ি এলাকা । ইট দিয়ে এক তৃণমূল কর্মীকে থেঁতলে খুন করার অভিযোগ উঠল কংগ্রেস কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । স্থানীয়রা বলছেন, এদিনের ঘটনা ভোট-পরবর্তী হিংসার অংশ ৷ তৃণমূল কর্মীদের অভিযোগ, দুপুরে অনেকেই ঘুমিয়ে ছিলেন । সেই সময় 25-30 জন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী এলাকায় ঢুকে তাণ্ডব শুরু করে ।

সামশেরগঞ্জে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ (ইটিভি ভারত)

মঙ্গলবার দুপুরের ঘটনায় কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে এলাকা । অভিযোগ, ঝামেলা চলাকালীন ইট-পাটকেল দিয়ে মেরে ওই যুবককে খুন করা হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । মৃত যুবকের নাম সুরজ শেখ (21) । তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার হোগলবাড়ি গ্রামে । ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে । সামশেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে ।

মৃতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার হঠাৎই বেশ কয়েকজন দুষ্কৃতী ইট-পাটকেল ছুড়তে শুরু করে । তাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরজ শেখের । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । দলীয় কর্মীর মৃত্যুতে কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । যদিও এখনও পর্যন্ত কংগ্রেস নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের পর থেকেই এলাকা উত্তেজনায় ফুঁসছিল । সামশেরগঞ্জ ব্লক থেকে কংগ্রেস লিড পেলেও হোগলবাড়িতে পিছিয়ে ছিল । তার জেরেই এলাকায় ঝামেলা শুরু করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা । এদিনের ঘটনার পর ঘটনাস্থলে আসে সামশেরগঞ্জ থানার পুলিশবাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও যথেষ্ট থমথমে রয়েছে এলাকা ৷

Last Updated : Jun 25, 2024, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details