কলকাতা, 30 জুন: অসমে লোকসভা নির্বাচনেও প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। চার আসনে প্রার্থী দিলেও সেখানে অবশ্য জয়ের মুখ দেখতে পায়নি ঘাসফুল ৷ এবার বাংলার এই প্রতিবেশী রাজ্যে বিধানসভা উপনির্বাচনের পাঁচ আসনেও প্রার্থী দিতে চলেছে ঘাসফুল শিবির। রবিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সূত্রে এমনই খবর মিলেছে ৷
শুধু নির্বাচনের লড়াইয়ের জন্য লড়াই নয়, এবার বিধানসভা উপনির্বাচনেও এই পাঁচ আসনে জয়ের জন্য ঝাঁপাতে চলেছে এই রাজ্যের শাসকদল ৷ প্রসঙ্গত, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা অসম তৃণমূলের নেত্রী সুস্মিতা দেব ইটিভি ভারতকে জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই রাজ্যের পাঁচটি বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৷ তাঁর কথায়, "আমরা এই ছয় আসনেই প্রার্থী দেব ৷ শুধু প্রার্থী দিয়ে লড়াইয়ের জন্য লড়াই নয় ৷ রীতিমতো এই ছয় আসনের জয়ের জন্য ঝাঁপাব আমরা ৷"