পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অসম বিধানসভা উপনির্বাচনে 5 আসনে লড়াই করবে তৃণমূল - TMC on ASSAM BYE ELECTION

Assam Assembly bye-election: লোকসভার পর অসম বিধানসভা উপনির্বাচনে পাঁচ আসনেও লড়াই করতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ দলের অবস্থানের কথা জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ৷

Assam Assembly bye-election
উপনির্বাচনে 5 আসনেও লড়াই করবে তৃণমূল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 11:03 PM IST

কলকাতা, 30 জুন: অসমে লোকসভা নির্বাচনেও প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। চার আসনে প্রার্থী দিলেও সেখানে অবশ্য জয়ের মুখ দেখতে পায়নি ঘাসফুল ৷ এবার বাংলার এই প্রতিবেশী রাজ্যে বিধানসভা উপনির্বাচনের পাঁচ আসনেও প্রার্থী দিতে চলেছে ঘাসফুল শিবির। রবিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সূত্রে এমনই খবর মিলেছে ৷

শুধু নির্বাচনের লড়াইয়ের জন্য লড়াই নয়, এবার বিধানসভা উপনির্বাচনেও এই পাঁচ আসনে জয়ের জন্য ঝাঁপাতে চলেছে এই রাজ্যের শাসকদল ৷ প্রসঙ্গত, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা অসম তৃণমূলের নেত্রী সুস্মিতা দেব ইটিভি ভারতকে জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই রাজ্যের পাঁচটি বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৷ তাঁর কথায়, "আমরা এই ছয় আসনেই প্রার্থী দেব ৷ শুধু প্রার্থী দিয়ে লড়াইয়ের জন্য লড়াই নয় ৷ রীতিমতো এই ছয় আসনের জয়ের জন্য ঝাঁপাব আমরা ৷"

সুস্মিতা দেব আরও বলেন, "দলনেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন অসমে বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে হবে ৷ সেই লক্ষ্যে এই রাজ্যে প্রদেশ সভাপতি রিপুন বোরার নেতৃত্বে আমরা বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করার চেষ্টা করব ৷ শুধু বিধানসভার উপনির্বাচন নয়, আগামী দিনে ত্রিস্তর পঞ্চায়েতেও আমরা পূর্ণশক্তি দিয়ে লড়াই করব অসমে ৷ আশা করছি এ রাজ্যেও আগামী দিনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে ৷"

উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে অসমের পাঁচজন বিধায়ক জিতে সাংসদ হয়েছেন। এর মধ্যে রয়েছেন বিজেপির পরিমল শুক্লদেব এবং রঞ্জিত দত্ত, কংগ্রেসের তরফে জয় পেয়েছেন রাকিবুল হোসেন। অসম গণপরিষদ থেকে জয় পেয়েছেন ফণীভূষণ চৌধুরী এবং ইউপিপিএল-এর জয়ন্ত বসুমাতারি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই পাঁচ আসনের উপনির্বাচনে প্রার্থী দেওয়া হবে জানিয়ে দিলেন সুস্মিতা।

ABOUT THE AUTHOR

...view details