পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুব্রতর আগমনে 'চড়াম-চড়াম' ঢাক, সঙ্গে দেদার গুড়-বাতাসা-নকুলদানা বিলি তৃণমূলের - Anubrata Mondal Returns

TMC Welcomes Anubrata Mondal: ধুমধাম করে স্বাগত জানানো হল জেল ফেরত অনুব্রত মণ্ডলকে ৷ গরুপাচার মামলায় দু’বছর আগে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই ৷ সেই মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা ৷ আজ বোলপুরের নিচুপট্টির বাড়িতে অনুব্রতর ফেরার আনন্দে তৃণমূলের কর্মী-সমর্থকরা সবুজ আবির, গুড়, বাতাসায় উৎসবে মাতোয়ারা হলেন ৷

TMC Welcomed Anubrata Mondal
অনুব্রতর আগমনে 'চড়াম-চড়াম' ঢাক বাজিয়ে গুড়-বাতাসা-নকুলদানা বিলি ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 1:19 PM IST

Updated : Sep 24, 2024, 1:33 PM IST

বোলপুর, 24 সেপ্টেম্বর: গরুপাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল 2 বছর পর বাড়ি ফিরেছেন ৷ সেই জেলফেরত অনুব্রতকে এবার ধুমধাম করে স্বাগত জানাল বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব ৷ বীরভূমের দাপুটে এই নেতার ঘরে ফেরার আনন্দে সবুজ আবির খেলা তো হলই, সঙ্গে 'চড়াম-চড়াম' ঢাকের তালে নাচলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ আর মিষ্টিমুখে ছিল অনুব্রত স্পেশাল 'গুড়-বাতাসা' ও 'নকুলদানা' ৷ যা মূলত প্রতি ভোটে বিরোধীদের জন্য 'দাওয়াই' হিসেবে ব্যবহার করতেন অনুব্রত মণ্ডল ৷

অনুব্রতর আগমনে 'চড়াম-চড়াম' ঢাক বাজিয়ে গুড়-বাতাসা-নকুলদানা বিলি ৷ (ইটিভি ভারত)

আজ অনুব্রত মণ্ডলের ঘরে ফেরার আনন্দে সবুজ আবিরে পুরনো ছন্দে নিচুপট্টি তথা পুরো বোলপুর ৷ 2 বছর পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরা কেষ্টকে স্বাগত জানাতে পুরো এলাকা ব্যানার, ফেস্টুনে ছেয়ে ফেলেছে তৃণমূলের জেলা নেতৃত্ব ৷ ঢাকের তালে নাচতে দেখা গেল মহিলা কর্মী-সমর্থকদের ৷

2022 সালের 11 অগস্ট বোলপুরে নিচুপট্টির বাড়ি থেকেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ সেখান থেকে বেশ কয়েকমাস অনুব্রতর ঠাঁই হয়েছিল আসানসোলের সংশোধনাগারে ৷ এরপর 'প্রভাবশালী' তত্ত্বে অনুব্রতকে নিয়ে যাওয়া হয় দিল্লির তিহাড় জেলে ৷ সেখানে প্রায় 1 বছরের বেশি সময় কাটিয়ে জামিনে মুক্তি পেয়ে 2 বছর 1 মাস 13 দিন পর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে বাড়ি ফিরেছেন অনুব্রত ৷ আজ সকাল থেকেই তৃণমূলের নেতা-কর্মীরা অনুব্রতকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ৷ সকাল থেকে নিচুপট্টি রাস্তার ধারে জমায়েত করেন কয়েকশো তৃণমূল কর্মী ৷ অনুব্রতর গাড়ি ঢুকতেই শুরু হয় পুষ্পবৃষ্টি ও শঙ্খনাদ ৷ তৃণমূল কর্মীরা সবুজ আবির খেলে উৎসব পালন করতে থাকেন ৷

এরপর অনুব্রতর বাড়ির সামনে গুড়-বাতাসা, নকুলদানা বিতরণ করা হয় ৷ বাজে 'চড়াম চড়াম' ঢাকও ৷ মহিলারাও সবুজ আবির খেলে উল্লাসে মাতেন ৷ 'দাদা তোমার পাশে আছি', লেখা পোস্টার গলায় উচ্ছ্বসিত সকলে ৷ প্রসঙ্গত, একসময় নির্বাচন এলেই অনুব্রতর দাওয়াই ছিল এই গুড়-বাতাসা-নকুলদানা ৷ দাওয়াই ছিল 'চড়াম চড়াম' ঢাক বাজানো ৷

এভাবেই বিরোধীদের বীরভূম জেলায় সম্পূর্ণভাবে কোণঠাসা করে রেখেছিলেন অনুব্রত মণ্ডল ৷ লাল দুর্গ থেকে এই জেলাকে সবুজ দুর্গে পরিণত করেছিলেন তিনি ৷ 2 বছর অনুব্রতর 'দাওয়াই' ছিল না ৷ তবে, এ দিন অনুব্রত বাড়িতে ফিরতেই উৎসবের মাতোয়ারা বোলপুর ৷ শয়ে-শয়ে কর্মীরা বাড়ির সামনে এসে কার্যত উৎসবের মাতেন ৷ তাঁদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে ৷

এ দিন বাড়িতে ঢুকে বাইরের ঘরে নিজের চেয়ারে বসেন অনুব্রত মণ্ডল ৷ ভিতরে ঢুকে তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূলের নেতারা ৷ তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ-সহ তৃণমূল নেতা গগন সরকার, নারায়ণ হালদাররা উপস্থিত ছিলেন ৷ এক কথায় 2 বছর পর অনুব্রতকে ঘিরে নতুন করে উন্মাদনা শুরু হল বীরভূম জেলায় ৷ তবে, এখন দেখার রাজনৈতিক প্রেক্ষাপটে বদল হয় কি না ৷

Last Updated : Sep 24, 2024, 1:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details