ঘাটাল, 19 মার্চ: বেজে গিয়েছে ভোটের দামামা। ময়দানে শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধীদের 'তু-তু ম্যায়-ম্যায়' ৷ তবে বিরোধীদের আক্রমণ থেকে বিরত থাকলেন ঘাটালের সাংসদ দেব ৷ লোকসভা নির্বাচনে যখন চাঁচাছোলা ভাষায় বিজেপি প্রার্থী হিরণ যখন দেবকে আক্রমণে ব্যস্ত তখন পাত্তাই দিলেন না 'প্রধান' অভিনেতা ৷
সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর-2 ব্লকের সোনাখালিতে আয়োজিত কর্মীসভায় প্রচারে গিয়েছিলেন অভিনেতা দেব ৷ সেখানেই হিরণকে প্রশ্ন করা হয় দেবকে ৷ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে দেব বলেন, "ইলেকশনে জেতার জন্য নীচে নামার জন্য প্রস্তুত সকলে ৷ সেই জায়গা থেকে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে আমি যথেষ্ট সতর্ক ৷ জানি কীভাবে এই পরিবেশেও নিজেকে সুস্থ রাখা যায় ৷ চাইলে হিরণ যেভাবে আক্রমণ করছে, আমিও করতে পারতাম ৷ তাতে কিছু লাভ হবে না ৷ তাতে আরও দূষণ বাড়বে ৷ আমি সেটা চাই না ৷"
কাটমানি প্রসঙ্গে তৃণমূলের তারকা প্রার্থী বলেন, "তিরিশ শতাংশ না-বলে হিরণ 100 শতাংশ নিয়েছি বলতে পারেন ৷ কথায় তো কোনও ট্যাক্স লাগে না ৷ দেব পোস্টার বয় টিএমসি-র ৷ আমি যদি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতাম, তাহলে কী আমি বাইরে থাকতে পারতাম ৷ বড় বড় নেতারা জেলের মধ্যে আছেন ৷ সেখানে আমি কে? নিশ্চয়ই আমি কিছু করিনি বলেই বাইরে আছি ৷ আর হিরণ যে কথাগুলো বলছে, সেটা রাজনীতির ভাষা ৷ তাঁর কাছে যদি প্রমাণ থাকে দিক ৷"
তিনি আরও বলেন, 'হিরণকে নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না ৷ হিরণ কী বলছে না বলছে, তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত নই ৷ হিরণ আজকের পর থেকে যা ইচ্ছে বলতে পারে ৷ আমার তরফ থেকে সম্মতি আছে ৷ ওর পিছনে আমি আমার সময় নষ্ট করতে চাই না ৷" এরপরেই দেব এবং হিরণকে নিয়ে কোনও প্রযোজক বা পরিচালক সিনেমা বানাতে চাইলে দেব কি রাজি হবেন? এই প্রশ্নের জবাবে দেব বলেন, "হিরণ তো গত 10 বছরে সিনেমাই করেনি। আমি তো মিঠুন দা'র সঙ্গে কাজ করেছি। আমার কাছে সিনেমার ব্যাপারে সিপিএম, তৃণমূল, বিজেপি কোনওকিছু ম্যাটার করে না ৷ কোনওদিন করবেও না।"