পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হিরণকে নিয়ে আর কোনও প্রশ্ন নয়, প্রচারে 'সাফ কথা' দেবের

Dev on Hiran: 'আমি চাইলে হিরণ যেভাবে আক্রমণ করছে, আমিও করতে পারতাম ৷' ভোট প্রচারে হিরণকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে নারাজ দেব ৷ স্পষ্ট জানিয়ে দিলেন, হিরণের পিছনে সময় নষ্ট করতে চান না তিনি ৷

Etv Bharat
হিরণকে নিয়ে মাথাব্যাথা নেই, সাফ জবাব দেবের

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 5:31 PM IST

Updated : Mar 20, 2024, 6:51 AM IST

প্রচারে তৃণমূল প্রার্থী দেব

ঘাটাল, 19 মার্চ: বেজে গিয়েছে ভোটের দামামা। ময়দানে শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধীদের 'তু-তু ম্যায়-ম্যায়' ৷ তবে বিরোধীদের আক্রমণ থেকে বিরত থাকলেন ঘাটালের সাংসদ দেব ৷ লোকসভা নির্বাচনে যখন চাঁচাছোলা ভাষায় বিজেপি প্রার্থী হিরণ যখন দেবকে আক্রমণে ব্যস্ত তখন পাত্তাই দিলেন না 'প্রধান' অভিনেতা ৷

সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর-2 ব্লকের সোনাখালিতে আয়োজিত কর্মীসভায় প্রচারে গিয়েছিলেন অভিনেতা দেব ৷ সেখানেই হিরণকে প্রশ্ন করা হয় দেবকে ৷ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে দেব বলেন, "ইলেকশনে জেতার জন্য নীচে নামার জন্য প্রস্তুত সকলে ৷ সেই জায়গা থেকে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে আমি যথেষ্ট সতর্ক ৷ জানি কীভাবে এই পরিবেশেও নিজেকে সুস্থ রাখা যায় ৷ চাইলে হিরণ যেভাবে আক্রমণ করছে, আমিও করতে পারতাম ৷ তাতে কিছু লাভ হবে না ৷ তাতে আরও দূষণ বাড়বে ৷ আমি সেটা চাই না ৷"

কাটমানি প্রসঙ্গে তৃণমূলের তারকা প্রার্থী বলেন, "তিরিশ শতাংশ না-বলে হিরণ 100 শতাংশ নিয়েছি বলতে পারেন ৷ কথায় তো কোনও ট্যাক্স লাগে না ৷ দেব পোস্টার বয় টিএমসি-র ৷ আমি যদি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতাম, তাহলে কী আমি বাইরে থাকতে পারতাম ৷ বড় বড় নেতারা জেলের মধ্যে আছেন ৷ সেখানে আমি কে? নিশ্চয়ই আমি কিছু করিনি বলেই বাইরে আছি ৷ আর হিরণ যে কথাগুলো বলছে, সেটা রাজনীতির ভাষা ৷ তাঁর কাছে যদি প্রমাণ থাকে দিক ৷"

তিনি আরও বলেন, 'হিরণকে নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না ৷ হিরণ কী বলছে না বলছে, তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত নই ৷ হিরণ আজকের পর থেকে যা ইচ্ছে বলতে পারে ৷ আমার তরফ থেকে সম্মতি আছে ৷ ওর পিছনে আমি আমার সময় নষ্ট করতে চাই না ৷" এরপরেই দেব এবং হিরণকে নিয়ে কোনও প্রযোজক বা পরিচালক সিনেমা বানাতে চাইলে দেব কি রাজি হবেন? এই প্রশ্নের জবাবে দেব বলেন, "হিরণ তো গত 10 বছরে সিনেমাই করেনি। আমি তো মিঠুন দা'র সঙ্গে কাজ করেছি। আমার কাছে সিনেমার ব্যাপারে সিপিএম, তৃণমূল, বিজেপি কোনওকিছু ম্যাটার করে না ৷ কোনওদিন করবেও না।"

এদিন পরিষ্কারভাবে ভোটের ময়দানে 'বাকযুদ্ধ' থেকে নিজেকে সরিয়ে নিলেন দেব ৷ রাজনীতির ময়দানে এই ধরনের ইমেজও কিন্তু বেশ নজর কাড়ে সাধারণ মানুষের ৷ সেই 'টনিক' কীভাবে ব্যবহার করতে ভোটের প্রচারে, দেখিয়ে দিলেন অভিনেতা দেব ৷

আরও পড়ুন

1. শুরু ভোট প্রচার, বিরোধীদের বিঁধতে দেওয়ালে ছড়া-স্লোগান; কার্টুন হাতিয়ার তৃণমূলের

2.ট্রেনে চড়লেন সৌমিত্র, সুজাতা মাতলেন আদিবাসী নৃত্যে; ভোট প্রচারে সরগরম মল্লগড়

3.তহবিলের প্রায় সম্পূর্ণ অর্থই খরচ বালুরঘাটে, একনজরে সাংসদ সুকান্তর কাজের খতিয়ান

Last Updated : Mar 20, 2024, 6:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details