কলকাতা, 27 মে:ঘূর্ণিঝড় রেমালে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা ৷ কোথাও ভেঙে গিয়েছে নদীর বাঁধ, তো কোথাও উড়ে গিয়েছে বাড়ির ছাদ ৷ শহর কলকাতার ক্ষেত্রেও সেই চিত্রে তেমন কোনও পরিবর্তন নেই ৷ এই আবহে বুধবার রেমাল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেস সূত্রে সোমবার এমনই খবর পাওয়া গেল ৷
ঘূর্ণিঝড়ের প্রকোপ কিছুটা কাটতেই রাজের বিভিন্ন জেলায় ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা ৷ ঝড়ে বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে এলাকা ঘুরে ঘুরে পরিদর্শন করছেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় পৌঁছে গিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । কিন্তু এবার নিজেই এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । দলীয় সূত্রে খবর, তিনি মঙ্গলবারই রেমাল বিধ্বস্ত এলাকায় পৌঁছে যেতে চেয়েছিলেন । কিন্তু আবহাওয়া দফতরের সতর্কতার কারণে যাওয়ার অনুমতি পাননি তিনি ৷ সে কারণে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি ।