পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 10:40 PM IST

ETV Bharat / state

ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ! বুধবার দুই 24 পরগনা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী - Cyclone Remal Update

CM Mamata Banerjee: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল ৷ মঙ্গলবারই সেই সমস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়ে যায় তাঁর সেই সফর ৷ তাই বুধবার আকাশ পথে ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি ৷

CM to visit Remal hit areas
রেমাল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (ফাইল চিত্র)

কলকাতা, 27 মে:ঘূর্ণিঝড় রেমালে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা ৷ কোথাও ভেঙে গিয়েছে নদীর বাঁধ, তো কোথাও উড়ে গিয়েছে বাড়ির ছাদ ৷ শহর কলকাতার ক্ষেত্রেও সেই চিত্রে তেমন কোনও পরিবর্তন নেই ৷ এই আবহে বুধবার রেমাল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেস সূত্রে সোমবার এমনই খবর পাওয়া গেল ৷

ঘূর্ণিঝড়ের প্রকোপ কিছুটা কাটতেই রাজের বিভিন্ন জেলায় ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা ৷ ঝড়ে বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে এলাকা ঘুরে ঘুরে পরিদর্শন করছেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় পৌঁছে গিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । কিন্তু এবার নিজেই এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । দলীয় সূত্রে খবর, তিনি মঙ্গলবারই রেমাল বিধ্বস্ত এলাকায় পৌঁছে যেতে চেয়েছিলেন । কিন্তু আবহাওয়া দফতরের সতর্কতার কারণে যাওয়ার অনুমতি পাননি তিনি ৷ সে কারণে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি ।

তবে বুধবার তিনি যাচ্ছেন ৷ সেদিন দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নির্বাচনী জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগেই হেলিকপ্টারে করে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করবেন তিনি ৷ দুই 24 পরগনার বিস্তির্ণ এলাকা আকাশ পথে ঘুরে দেখার পর বারুইপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে ।

ঘূর্ণিঝড় রেমালের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে । ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ব্লকভিত্তিক ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন । মুখ্যমন্ত্রী চান বুধবার তাঁর সফরের আগে ক্ষয়ক্ষতি সম্পর্কে একটা ধারণা নিয়ে রাখতে চাইছেন । সোমবার উত্তর কলকাতার সত্যনারায়ণ পার্কের নির্বাচনী সভায় রাজ্যবাসীকে চিন্তা না করার কথা বলেন মুখ্যমন্ত্রী । ঝড়ে বিধ্বস্ত মানুষদের সব ধরনের সাহায্য করা হবে বলেও আশ্বাস দেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details