বরানগর, 29 অক্টোবর: উপনির্বাচনের আগে মহিলা সাংবাদিকের হেনস্থা-কাণ্ডকে হাতিয়ার করতে চাইছে রাজ্যের শাসক শিবির। তাই, সাসপেন্ডেড নেতা তন্ময় ভট্টাচার্য'র ইস্যুতে সিপিএমকে কোনঠাসা করতে এবার তৃণমূল একেবারে আটঘাট বেঁধে পথে নামতে চলেছে। এই ইস্যুকে জনসমক্ষে তুলে ধরতে মঙ্গলবার বরানগরে দুটি পৃথক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে শাসকদল। এর নেতৃত্বে থাকবেন তৃণমূলের স্থানীয় বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়। সূত্রের খবর,এদিন সায়ন্তিকার নেতৃত্বে বরানগর উত্তর এবং দক্ষিণে দুটি পৃথক মিছিল করবে তৃণমূল কংগ্রেস।
সোমবার নিজের এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে পোস্ট করেছেন শাসকদলের এই তারকা বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সায়ন্তিকা বন্দোপাধ্যায় লিখেছেন, "আপনাদের কাছে অনুরোধ, সকলে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন। এবং এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে গর্জে উঠুন।"
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সায়ন্তিকার (ইটিভি ভারত)
শুধু প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার আহ্বান করাই নয়! হেনস্থা-কাণ্ডে সিপিএমের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি আরও লিখেছেন, "গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বারংবার আক্রান্ত হতে হয়েছে বাম আমলে। এর ব্যতিক্রম ঘটল না রবিবারও। এদিন সিপিএমের অন্যতম শীর্ষ নেতা তথা বরানগর বিধানসভার গত নির্বাচনের বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ইন্টারভিউ দেওয়ার সময় এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করেন, যা নিয়ে ইতিমধ্যেই ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে ।"
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বরানগর উত্তর এবং দক্ষিণে দুটি পৃথক প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চলেছে বরানগর বিধানসভার তৃণমূল কংগ্রেস। নারী নিগ্রহের ঘটনা নিয়ে একদিকে সিপিএমকে যেমন বিঁধেছেন সায়ন্তিকা, অন্যদিকে নারী সুরক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনই সচেতন রয়েছেন বলে সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে দাবি করেছেন তৃণমূলের এই তারকা বিধায়ক ।
এদিকে, তৃণমূলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বরানগর উত্তরের মিছিল শুরু হবে বিকেল চারটে নাগাদ তৃণমূলের নর্থ টাউন পার্টি অফিস থেকে। ওই একই দিনে বরানগর দক্ষিণের আরও একটি মিছিল বেরোবে। সেটির সময় নির্ধারিত হয়েছে বিকেল পাঁচটা নাগাদ। মিছিল শেষ হবে বরানগর স্টেট জেনারেল হাসপাতালের সামনে। দুটি মিছিলেরই নেতৃত্বে থাকবেন বিধায়ক সায়ন্তিকা।
প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে যখন তোলপাড় রাজ্য রাজনীতি। তখন সেই আবহে মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে, যা ঘিরে বঙ্গ রাজনীতির জল কার্যত আরও ঘোলা হয়েছে । তার উপর সামনেই রয়েছে রাজ্যের ছয় আসনে উপনির্বাচন। এর মধ্যে দুটি আসনই রয়েছে উত্তর 24 পরগনা জেলায়। ফলে, উপনির্বাচনের আগে 'তন্ময় ইস্যু' মোটেই হাতছাড়া করতে রাজি নয় শাসক শিবির। তাই মহিলা সাংবাদিকের হেনস্থা-কাণ্ডকে হাতিয়ার করে সিপিএমকে বিপাকে ফেলতে কোমর বেঁধে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।