ধামাখালি, 18 মে: সন্দেশখালির খুলনা পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ৷ আর সেই অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত সমিতির সদস্যা ৷ তবে, শুধু গ্রাম পঞ্চায়েত সদস্য় নন ৷ তাঁর অভিযোগে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর নামও রয়েছে ৷ বিধায়কের বিরুদ্ধে তাঁকে ফোনে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ৷ আজ সন্দেশখালির ধামাখালিতে সিবিআই ক্যাম্পে স্বামীর সঙ্গে এসে অভিযোগ জানিয়ে গেলেন মহিলা ৷
অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণুপদ প্রামাণিক তাঁর নির্মীয়মাণ বাড়িতে পঞ্চায়েতের কাজের অছিলায় ডেকে মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন ৷ সেই সময় তিনি সেখান থেকে পালিয়ে বেঁচেছিলেন ৷ কিন্তু, তার পরেও একাধিকবার পঞ্চায়েত সমিতির সদস্য ওই মহিলাকে ফোনে অশালীন ভিডিয়ো ও ছবি পাঠাতেন অভিযুক্ত বিষ্ণুপদ ৷ এনিয়ে সন্দেশখালি থানায় তিনি অভিযোগ দায়ের করেছিলেন ৷ পুলিশ তাঁর বয়ানও রেকর্ড করেছিল ৷ কিন্তু, তার পরেও অভিযুক্ত বিষ্ণুপদ প্রামাণিক গ্রেফতার হননি ৷
তিনি অভিযোগ করেছেন, এরপর ধীরে ধীরে বিষ্ণুপদ ও তাঁর লোকজন মহিলাকে হুমকি দিতে থাকেন ৷ এমনকি মহিলার স্কুল শিক্ষক স্বামীকেও হুমকি দেওয়া হয় ৷ সম্প্রতি তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল ৷ তবে, শুধুমাত্র বিষ্ণুপদ নন ৷ সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো এই ঘটনায় জড়িত বলে অভিযোগ ৷ তিনি মহিলাকে ফোন করে নানান সময়ে কু-প্রস্তাব দিয়েছেন ৷ এমনকি বিধায়ক মেদিনীপুরে বেড়াতে যাওয়ার সময় পঞ্চায়েত সমিতির সদস্যাকে তাঁর সঙ্গে যাওয়ার প্রস্তাবও দেন ৷