কলকাতা, 25 জানুয়ারি:তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি হচ্ছে নতুন সংগঠন । এই সংগঠনের নাম দেওয়া হয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন । এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে এই সংগঠনের রাজ্য সভানেত্রীর দায়িত্ব পেতে চলেছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক শশী পাঁজা । সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার এই সংগঠন আত্মপ্রকাশ করবে । সোমবার দুপুর আড়াইটায় এই সংগঠন ঘোষণা হতে পারে বলেই জানা গিয়েছে ।
এই সংগঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন চাওয়া হয়েছিল । দলীয় সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী শশী পাঁজাকে এর জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছেন দলনেত্রী ৷ সেইমত সোমবার এই সংগঠন আত্মপ্রকাশ করতে চলেছে । তবে একা শশী পাঁজা নয়, একাধিক চিকিৎসক সাংসদ ও বিধায়ক এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে চলেছেন । চিকিৎসকদের পাশাপাশি নার্স স্বাস্থ্যকর্মীরাও এই সংগঠনের অংশ হতে চলেছেন । মূলত চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করা মানুষজনের স্বার্থে কাজ করবে এই সংগঠন ৷ আরজি কর আবহের মধ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।