কলকাতা, 9 জুলাই: কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর সীমান্ত সংলগ্ন এলাকায় গোমাংস নিয়ে যাওয়ার জন্য 200 টাকা করে নিচ্ছেন ৷ এমনই অভিযোগ তুলেছেন কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্র৷ মঙ্গলবার বেলা সাড়ে 11টা নাগাদ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন মহুয়া ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷
মহুয়ার দাবি, গোমাংস পরিবহণকারীদের থেকে 200 টাকা করে নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি কোনও ব্যবস্থা নেবে, সেই প্রশ্নও সোশাল মিডিয়ায় করা ওই পোস্টে তুলেছেন তৃণমূলের এই সাংসদ ৷
সোমবার সন্ধ্য়ায় এই নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস৷ সেই ভিডিয়ো-তে জিয়ারুল গাজি নামে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে গোমাংস নিয়ে যাওয়ার জন্য প্রতিনিধির মাধ্যমে সাংসদকে 200 টাকা করে দিতে হয় ৷ নিজের পোস্টে নীলাঞ্জন দাবি করেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী সীমান্তে পাচারে যুক্ত ৷ তিনি এই নিয়ে তদন্তের দাবিও তুলেছিলেন ৷ নীলাঞ্জনের সেই পোস্টই এ দিন বেলায় রিপোস্ট করেন মহুয়া ৷
আসলে পুরো বিতর্কের সূত্রপাত মহুয়া মৈত্রর সোমবার করা একটি পোস্টকে কেন্দ্র করে ৷ ওই পোস্টে মহুয়া দাবি করেছিলেন যে গোমাংস পাচারের জন্য শান্তনু ঠাকুর নিজের লেটারহেডে ‘পাস’ দিচ্ছেন ৷ এমন একটি ’পাস’-এর ছবিও পোস্ট করেছিলেন মহুয়া ৷ ওই পোস্টে তিনি বিএসএফ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ট্যাগ করেছিলেন ৷