পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহুয়ার বক্তৃতায় বিচারক মৃত্যু প্রসঙ্গ, রিজিজু বললেন; 'ব্যবস্থা নেব' - MAHUA MOITRA LS SPEECH

লোকসভার বিতর্কে বিচারক লোয়ার মৃত্যুর প্রসঙ্গ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ পাল্টা সংসদীয় মন্ত্রী রিজিজু হুঁশিয়ারি দিলেন, ব্যবস্থা নেওয়া হবে ৷

TMC MP Mahua Moitra
লোকসভায় বক্তৃতা করছেন সাংসদ মহুয়া মৈত্র (ছবি সৌজন্য: সংসদ টিভি)

By PTI

Published : Dec 13, 2024, 11:08 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: 'সংবিধান' বিষয়ে বিতর্কে এক দশক আগের বিচারক লোয়ার মৃত্যু প্রসঙ্গ উত্থাপন করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ শুক্রবার তাঁর বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে লোকসভার অন্দরে ৷ সুপ্রিম কোর্টে যে মামলার মীমাংসা হয়ে গিয়েছে, সেই প্রসঙ্গ তোলার জন্য কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু মহুয়ার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ৷

ভারতের সংবিধানের 75 বছর উপলক্ষ্যে লোকসভায় একটি বিতর্কের সূচনা হয়েছে এদিন ৷ সেখানে বক্তৃতা দিতে গিয়ে বিচারক লোয়ার মৃত্যু নিয়ে বলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি এই মৃত্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান এবং বিরোধী নেতাদের চুপ করানোর অভিযোগ তোলেন ৷ মহুয়ার বক্তব্য ঘিরে তুমুল হইহট্টগোল শুরু হয়ে যায় লোকসভায় ৷ তার অভিঘাত এতটাই যে দু'দুবার সামান্য সময়ের জন্য অধিবেশন মুলতুবি করে দিতে হয় ৷

বিচারক লোয়ার মৃত্যু হয় 2014 সালের 1 ডিসেম্বর ৷ সেই সময় তিনি শেখ সোহরাবুদ্দিনের এনকাউন্টার নিয়ে একটি মামলার শুনানি করছিলেন ৷ এই এনকাউন্টারে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৷ একটি বিয়েবাড়ির নিমন্ত্রণে গিয়েছিলেন বিচারক লোয়া ৷ পরদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ৷

যদিও প্রথম দিকে পরিবার দাবি করেছিল যে এই মৃত্যু অস্বাভাবিক ৷ পরে অবশ্য বিচারক লোয়ার ছেলে জানান যে, পরিবারের সদস্যরা মনে করছেন যে এই মৃত্যু স্বাভাবিক ৷ এনিয়ে কোনও মতবিরোধ নেই ৷ সুপ্রিম কোর্টেও বিচারক লোয়ার মৃত্যু নিয়ে মামলা হয় ৷ 2018 সালের এপ্রিল মাসে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাঁর রায়ে জানান যে বিচারক লোয়ার মৃত্যু স্বাভাবিক ৷

পরবর্তী সময়ে প্রধান বিচারপতি হওয়া ডিওয়াই চন্দ্রচূড় গত 10 নভেম্বর অবসর নিয়েছেন ৷ এদিনের বক্তৃতায় বিচারক লোয়ার মৃত্যু থেকে শুরু করে গণেশ পুজোয় তাঁর বাড়িতে প্রধানমন্ত্রীর আগমনের মতো একাধিক বিষয়ে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রভূত সমালোচনা করেন মহুয়া ৷ তাঁর বক্তৃতা শেষ হলে তাতে কড়া প্রতিক্রিয়া দেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তিনি অভিযোগ করেন, মহুয়া বিচারক লোয়ার মৃত্যু অযাচিত মন্তব্য করেছেন ৷

এরপর কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, বিচারক লোয়ার মৃত্যুর মীমাংসা হয়ে গিয়েছে ৷ কিন্তু তৃণমূল সাংসদের মন্তব্যগুলি অত্যন্ত গুরুতর ৷ স্বয়ং সুপ্রিম কোর্ট এই মামলায় কোনও ধন্দ নেই বলে রায় দিয়েছে ৷ আদালত স্পষ্ট করে দিয়েছে, বিচারক লোয়ার মৃত্যু স্বাভাবিক ৷

2014 সালে বিচারক লোয়ার মৃত্যুতে একটি সংবাদমাধ্যমের রিপোর্ট ঘিরে প্রশ্ন ওঠে, এই মৃত্যু স্বাভাবিক কি না ৷ কারণ তিনি একটি রাজনৈতিক দিক দিয়ে সংবেদনশীল মামলার শুনানিতে জড়িয়ে ছিলেন ৷ এই অবস্থায় তাঁকে খুন করা হয়েছে বলে জনস্বার্থ মামলা হয় সুপ্রিম কোর্টে ৷ শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, বিচারকের মৃত্যুতে কোনও ধোঁয়াশা নেই ৷ তাঁর মৃত্যু একেবারে স্বাভাবিক ৷ এদিন কিরেণ রিজিজু বলেন, "আমরা যথোপযুক্ত সংসদীয় ব্যবস্থা নেব ৷ আপনি পালাতে পারবেন না ৷ আপনি ভুল নজির গড়ছেন ৷" লোকসভার স্পিকার ওম বিড়লাও জানিয়েছেন, তিনি এর রেকর্ড খতিয়ে দেখবেন ৷

ABOUT THE AUTHOR

...view details