চুঁচুড়া, 3 অগস্ট: সংসদের ছাদ থেকে চুঁইয়ে পড়ছে জল ৷ যে ভিডিয়ো পোস্ট করে মোদি সরকারকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ৷ এবার আরও একধাপ এগিয়ে প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "নিজের অহংকার বজায় রাখতে একটা মানুষ কী করতে পারেন প্রধানমন্ত্রী তার জ্বলন্ত প্রমাণ ৷" 862 কোটি টাকা খরচ করে 2023 সালে ঘটা করে উদ্বোধন হয় নতুন সংসদ ভবনের ৷ এক বছর পর সেখানে লবির ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছে ৷ এই জায়গাটি দিয়েই দেশের রাষ্ট্রপতি সংসদ ভবনে প্রবেশ করেন ৷ এই ঘটনা নিয়েই আক্রমণে নেমেছে তৃণমূল ৷
এছাড়া সংসদ ভবনে জল থৈ থৈ অবস্থার একটি ভিডিয়ো পোস্ট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ সেই পোস্ট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷ সংসদ ভবনের এই অবস্থা নিয়ে কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ৷ তাঁর মতে, "সবে তো জল পড়ছে, এরপর কোনদিন মাথায় ভেঙে পড়বে সংসদ ভবনের ছাদ ৷ এবার ভয়ে ভয়ে ঢুকতে হবে ভয়ে ভয়ে বের হতে হবে।"