পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগুনে ভস্মীভূত ধূপ কারখানা পরিদর্শনে দেব, কথা বললেন কর্মহীন শ্রমিকদের সঙ্গেও - Dev Adhikari in Daspur

Dev is at Incense Factory in Daspur: বিকেলে রোড-শো করার আগে দাসপুরে ক্ষতিগ্রস্ত ধূপ কারখানা পরিদর্শন করে সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বললেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব ৷ দিলেন পাশে থাকার আশ্বাস ৷

Etv Bharat
দাসপুরে ধূপ কারখানার কর্মীদের সঙ্গে কথা বলছেন দেব

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 4:47 PM IST

ধূপ কারখানায় তৃণমূল সাংসদ দেব

দাসপুর, 14 মার্চ: ঘাটাল এলাকায় রোড শো করার আগে বুধবার দাসপুরে ধূপ কারখানায় ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে একপ্রস্থ কথা বললেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী । ঘুরে দেখলেন মঙ্গলবার গভীর রাতে আগুন লাগার পর ক্ষতিগ্রস্ত কারখানা ৷ কাজ হারানো শ্রমিকদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি তাঁদের আর্থিক সাহায্য করার আশ্বাসও দিলেন ৷

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জে মঙ্গলবার ধূপ কারখানায় আগুন লাগে । রাত দুটো নাগাদ আগুন লাগায় তা টের পেতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে ৷ বৃহৎ এলাকাজুড়ে গড়ে ওঠা ধূপের ফ্যাক্টরি আগুনে ভস্মীভূত হয়ে যায় । খবর পয়ে ঘাটাল দমকল বিভাগ থেকে ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন আসে ৷ স্থানীয়দের দাবি, কোনওমতেই দু’টো দমকলের ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় ৷ এমনকী দমকল অনেক দেরিতে পৌঁছেছে ৷ ধূপের ফ্যাক্টরির পুরো এলাকা আগুনে গ্রাস করেছে । এই ঘটনায় দু'দিন কেটে গেলেও আতঙ্কিত এলাকার মানুষজনেরা । মূলত এই ধূপের ফ্যাক্টরিতে কাজ করে প্রতিনিয়ত দেড় থেকে দু’হাজার মানুষ জীবিকা নির্বাহ করে ৷ সেই ঘটনায় ঘাটালে প্রচারে এসে ধূপ কর্মীদের ক্ষোভ শুনলেন দেব ।

এদিন তিনি বলেন,"আগুন লাগার পর থেকেই দিদি ও অভিষেকের সঙ্গে যোগাযোগে ছিলাম ৷ পুলিশ তদন্ত করবে ৷ এই কারখানা যাতে তাড়াতাড়ি শুরু হতে পারে তার জন্য যা সাহায্য লাগবে তা প্রশাসন করবে ৷ বুধবার রাত পর্যন্ত আমাদের কাছে 240 জনের মতো নাম এসেছে ৷ দিদি বলেছেন যতদিন না এই কারখানা চালু হচ্ছে ততদিন কর্মীদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে ৷ এই মার্ত মাস থেকেই দেওয়া হবে ৷"

প্রসঙ্গত, পুনরায় প্রার্থী হওয়ার পর বৃহস্পতিবার প্রথম রোড-শো করতে ঘাটালে এসেছেন অভিনেতা সাংসদ দেব । তার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকেল চারটে নাগাদ তিনি তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করবেন ঘাটাল দাসপুর সংলগ্ন এলাকায় । সেই রোড শো থেকে যেমন তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করবেন তেমনি এবার এই লোকসভা কেন্দ্রের প্রচার শুরু করবেন । এরপর সন্ধ্যা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন তিনি । এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন সাংসদ । আগামী 16 মার্চ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেলদা নারায়ণগড়ে সভা করতে আসবেন দেব ৷

আরও পড়ুন :

  1. কমিশন চাইছেন সাংসদ দেব, প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্ক
  2. 'কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', চ্যালেঞ্জ দেবের

ABOUT THE AUTHOR

...view details