পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'রত্না দলের বিধায়ক, তাতে আমার কী', শোভনের বিবাহ-বিচ্ছেদ মামলা প্রসঙ্গে কল্যাণ - KALYAN BANERJEE

শোভন-রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ-বিচ্ছেদের মামলায় প্রাক্তন মেয়রের হয়ে সওয়াল করছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ দলের বিধায়কের বিরুদ্ধে সওয়াল করা নিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ ৷

TMC MP Kalyan Banerjee over arguing against TMC MLA Ratna Chatterjee
প্রাক্তন মেয়র শোভনের হয়ে রত্নার বিরুদ্ধে মামলা লড়া নিয়ে বললেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2025, 6:22 PM IST

ডানকুনি, 23 ফ্রেব্রুরারি: আইন ও রাজনীতি দু'টি আলাদা ক্ষেত্র ৷ তাই তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে সওয়াল করায় কোনও ভুল দেখছেন না প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ যিনি শ্রীরামপুরের তৃণমূল সাংসদও ৷

কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা লড়ছেন আইনজীবী কল্যাণ ৷ কলকাতা হাইকোর্টে মক্কেল শোভনের হয়ে রত্নার বিরুদ্ধে সওয়াল করেছেন ৷ আদালতে সওয়ালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোভনের পক্ষে বলেন, "কে প্রভাবশালী ? প্রভাবশালী তো রত্না চট্টোপাধ্যায় । তিনি শাসকদলের বিধায়ক । তিনি কার বিরুদ্ধে প্রভাবশালীর অভিযোগ আনছেন ? অকথ্য ভাষায় গালাগাল করেছেন । সেসব ভাষা মুখে উচ্চারণও করা যায় না । তিনি একজন বিধায়ক । গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করেছেন রত্না চট্টোপাধ্যায় ৷"

প্রাক্তন মেয়র শোভনের হয়ে রত্নার বিরুদ্ধে মামলা লড়া নিয়ে বললেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

সূত্রের খবর, দলেরই বিধায়কের বিরুদ্ধে সওয়াল করায় সাংসদ কল্যাণের বিরুদ্ধে তৃণমূলের অন্দরেই সমালোচনা চলছে ৷ দলের একজন সাংসদ কীভাবে দলেরই বিধায়কের বিরুদ্ধে মামলা লড়ছেন, সেই প্রশ্নও উঠেছে ?

এই বিষয়ে আইনজীবী তথা সাংসদ কল্যাণের সাফ জবাব, "রত্না দলের বিধায়ক ৷ তাঁর সঙ্গে আমার কী সম্পর্ক ৷ এটা বিবাহ-বিচ্ছেদ ব্যাপার ৷ যে আসবে, তার জন্য মামলা করব ৷ আমি তো পেশাদার লোক ৷ শোভনের আমার কাছে ভালো মনে হয়েছে ৷ তাই তিনি আমার কাছে এসেছেন ৷ মক্কেল আইনজীবী পছন্দ করবেন ৷ আর আইনজীবী সেই অনুযায়ী মামলা লড়বেন ৷"

নিজের আইনি পেশা প্রসঙ্গে তিনি বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় 44 বছরের আইনজীবী ৷ 2003 সালে আমি সিনিয়র অ্যাডভোকেট পদে উন্নীত হই ৷ আমি দলের সাংসদ, কিন্তু তার অনেক আগে থেকে আইনজীবী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী বলেই দলে এনেছেন ৷"

তৃণমূলের বিরুদ্ধে মামলা লড়া নিয়ে কল্যাণের বক্তব্য, "আমি সরকারের বিরুদ্ধে মামলা লড়েছি ৷ কিন্তু দলের বিরুদ্ধে কোনও দিন করিনি ৷ দল ছাড়া অন্য যে কারও বিরুদ্ধেই লড়তে পারি ৷ এটাই আমার পেশা ৷"

ডানকুনিতে তৃণমূলের দলীয় অনুষ্ঠানে এসে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে ডানকুনি হাউজিং-এর বিরিয়ানি ও ফাস্ট ফুডের দোকানগুলি ঘুরে দেখেন তিনি ৷ দোকানের কাছে বসে সেই প্রসঙ্গ টেনে আইনজীবী বলেন, "এখানে তৃণমূল কর্মীর বিরিয়ানির দোকান আছে ৷ তাই বলে কি তিনি আমায় বিনা পয়সায় বিরিয়ানি খেতে দেবেন ? কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিচিতিটাই হচ্ছে প্রথমে উকিল ৷"

ABOUT THE AUTHOR

...view details