শিলিগুড়ি, 1 এপ্রিল: জলপাইগুড়িতে ঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দায় চাপালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে না রাখলে এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি এত ব্যাপক হতো না ৷ সোমবার শিলিগুড়ি থেকে তিনি এই কথা বলেন ৷
এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘... এর দায় কার ? আজ যদি আবাস হতো, এই শিশুদের এভাবে হাসপাতালে ভরতি হতে হতো না ৷ এদের মাথার উপর এই আঘাত আসত না ৷ এই চোট লাগত না ৷ এর দায় কার ? এর দায় একমাত্র কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের ৷’’ এ দিন অভিষেক আবারও কেন্দ্রের কাছে আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন ৷
জলপাইগুড়িতে রবিবার বিকেলে যে ঝড় হয়, সেখানে আহতদের মধ্যে দুই শিশু শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ৷ সোমবার শিলিগুড়িতে পৌঁছেই রোহিত রায় (14) ও পিহু রায় (আড়াই বছর) নামে দুই শিশুর সঙ্গে দেখা করতে সংশ্লিষ্ট নার্সিংহোমে যান ৷ তার পর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতির দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দেন ৷
এর আগে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেও বিজেপি নেতৃত্বদের একহাত নেন অভিষেক । বিশেষ করে আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা কোনও রাজনীতি করতে চাই না । সবাইকে একজোট হয়ে প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে । এখন বিজেপি রাজনীতি করতে চাইছে । মুখ্যমন্ত্রী নিজে মাঝরাতে সেখানে পৌঁছে সবার পাশে দাঁড়িয়েছেন । কিন্তু বিজেপি নেতা, জনপ্রতিনিধিদের দেখা মেলেনি । এখানেও তাঁরা রাজনীতি করছেন ।"