আসানসোল, 20 মার্চ:আদর্শ আচরণ বিধি ভেঙে টাকা বিলি করার অভিযোগ উঠল বিধায়কের বিরুদ্ধে। আর সোশাল মিডিয়ায় সেই টাকা বিলি করার ছবি ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কুলটির ডিসেরগড় মাজারে টাকা বিলি করছেন। ইতিমধ্যেই সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধীরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি ৷
জানা গিয়েছে, মঙ্গলবার কুলটির ডিসেরগড়ে মাজারে গিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি সেখানে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন এবং নিজে চাদর চাপিয়েছেন মাজারে। মাজার থেকে বেরিয়ে আসার সময় দেখা যায় নরেন্দ্রনাথ চক্রবর্তী সেখানে বহু মানুষের মধ্যে টাকা বিলি করছেন। তবে স্থানীয় সূত্রে খবর, মাজারে উপস্থিত দুঃস্থ এবং দরিদ্রদের মধ্যে তিনি টাকা বিলি করছিলেন।
এদিকে, যেহেতু নির্বাচনবিধি চালু হয়ে গিয়েছে সেই কারণে কোনও বিধায়ক এইভাবে টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করতে চাইছেন বলে বিরোধীরা অভিযোগ তুলেছে। বিধায়কের এই টাকা বিলি করার ভিডিয়ো মুহূর্তের ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কুলটি অঞ্চলের বিজেপি নেতা অভিজিৎ আচার্য বলেন, "কয়লা, বালি, গরু পাচারের টাকা তৃণমূল আর রাখতে পারছে না। সেই কারণেই তারা বিলি করে দিচ্ছে। আমাদের বিরোধী দলনেতা ইতিমধ্যে বিষয়টিকে টুইট করেছেন এবং নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। আমরা আশা রাখি নির্বাচন কমিশন বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।" একইভাবেই সুর চড়িয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। দেবেশ চক্রবর্তী বলেন, "চুরির টাকা রাখতে না-পেরে এভাবে মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল। অবিলম্বে নির্বাচন কমিশন ব্যবস্থা নিক। আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।" অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কিংবা তৃণমূলের কেউ এবিষয়ে মুখ খুলতে চাননি।
আরও পড়ুন:
- সোশাল মিডিয়ায় রাজস্থান নির্বাচন নিয়ে পোস্ট রাহুলের, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ
- দেশজুড়ে লাগু হয়ে গেল আদর্শ আচরণবিধি, জেনে নিন কী কী মেনে চলতে হবে
- প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের, কমিশনকে চিঠি সাকেতের